বার্সা-রিয়াল প্রসঙ্গ মানেই মেসি-রোনালদো
পয়েন্ট তালিকায় বার্সেলোনা এখনো শীর্ষে। ৫ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ অবশ্য কম খেলেছে রিয়াল। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ও জিতেছে বার্সা। কিন্তু তার পরও চিরপ্রতিদ্বন্দ্বীদের সেরা মানতে রাজি নন রিয়াল কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, ‘এক ম্যাচ জেতার মানে কিন্তু এই নয় যে, ওরাই শ্রেষ্ঠ দল। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলি, বার্সেলোনার সঙ্গে আমরা ঠিকই পাল্লা দিতে পারব।’
গত মৌসুমের মতো না হলেও এবারও দুর্দান্ত খেলছে বার্সেলোনা। তবে দুদলের খেলার ধরন নিয়ে কোনো তুলনায় যেতে রাজি নন পেলেগ্রিনি। চিলিয়ান কোচ বলছেন, ‘দুদলের স্টাইল সম্পূর্ণ আলাদা। তবে দুই ম্যাচ আগে (এল ক্লাসিকোতে) কিন্তু আমরাই ওদের চেয়ে বেশি সুযোগ পেয়েছিলাম। মাদ্রিদে অনেক খেলোয়াড় আছে যারা সরাসরি আক্রমণে যায়। বার্নাব্যুর খেলোয়াড়েরা প্রতিপক্ষের বক্সে দ্রুত ঢুকে পড়ে, বিপদ ছড়ায় এবং দ্রুত গোল করে।’
কোচের মতোই শিষ্য সার্জিও রামোস বলছেন, গত মৌসুমের বার্সা আর এই মৌসুমের বার্সা এক নয়। রিয়াল ফুলব্যাকের কথা, ‘ওরা গতবারের দলটাই খেলাচ্ছে। কিন্তু অবশ্যই গতবারের মতো ওরা খেলতে পারছে না।’ তবে বার্সাকে উড়িয়েও দিতে পারছেন না রামোস, ‘এ বছর তারা গত মৌসুমের মতো খেলতে পারছে না ঠিকই, কিন্তু তারপরও তাদের সমীহ করতেই হবে। ঐতিহাসিক শিরোপাত্রয়ী জিতেছে ওরা। তাই ওরা যে দুর্দান্ত দল সেই স্বীকৃতি আমাদের দিতেই হবে।’
পেলেগ্রিনি আর রামোস যখন রিয়াল-বার্সার তুলনামূলক আলোচনায় ব্যস্ত, বার্সা মিডফিল্ডার জাভি তখন তুলনা করছেন লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর। দুই বছর ধরেই এই দুই তারকার তুলনা হচ্ছে। তবে এবারকার তুলনাটা এসেছে ভিন্ন একটি কারণে। ইনজুরির কারণে মেসি আর আগের ম্যাচে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে রোনালদো আজ নিজ নিজ দলের হয়ে খেলতে পারবেন না।
জাভি জানাচ্ছেন, রোনালদোর শূন্যতা যতটুকু অনুভব করবে রিয়াল, তার চেয়ে ঢের বেশি মেসির অভাব বোধ করবে বার্সা, ‘আমার দৃষ্টিতে মাদ্রিদে ক্রিস্টিয়ানো না থাকার চেয়ে মেসির না থাকা বার্সেলোনার জন্য বড় ক্ষতি।’ জাভির মতে, বিশ্বের আর কোনো ফুটবলারের সঙ্গে মেসির তুলনা চলে না, ‘দলে বিশ্বের সেরা খেলোয়াড়টির পাশে খেলা অসাধারণ এক অনুভূতি। ওর সঙ্গে কারও তুলনা হয় না। বাকি সব ফুটবলারের চেয়ে ও অনেক উঁচু মাপের। এ কারণেই পয়েন্টের রেকর্ড ব্যবধানেই ও (ব্যালন ডি’অর) জিতেছে।’ শুধু তা-ই নয়, ‘মেসি সব সময় দলের মঙ্গল চিন্তা করে খেলে’ মন্তব্য করে হয়তো ‘স্বার্থপর’ রোনালদোকে একটু খোঁটাও দিয়ে দিলেন জাভি!
গত মৌসুমের মতো না হলেও এবারও দুর্দান্ত খেলছে বার্সেলোনা। তবে দুদলের খেলার ধরন নিয়ে কোনো তুলনায় যেতে রাজি নন পেলেগ্রিনি। চিলিয়ান কোচ বলছেন, ‘দুদলের স্টাইল সম্পূর্ণ আলাদা। তবে দুই ম্যাচ আগে (এল ক্লাসিকোতে) কিন্তু আমরাই ওদের চেয়ে বেশি সুযোগ পেয়েছিলাম। মাদ্রিদে অনেক খেলোয়াড় আছে যারা সরাসরি আক্রমণে যায়। বার্নাব্যুর খেলোয়াড়েরা প্রতিপক্ষের বক্সে দ্রুত ঢুকে পড়ে, বিপদ ছড়ায় এবং দ্রুত গোল করে।’
কোচের মতোই শিষ্য সার্জিও রামোস বলছেন, গত মৌসুমের বার্সা আর এই মৌসুমের বার্সা এক নয়। রিয়াল ফুলব্যাকের কথা, ‘ওরা গতবারের দলটাই খেলাচ্ছে। কিন্তু অবশ্যই গতবারের মতো ওরা খেলতে পারছে না।’ তবে বার্সাকে উড়িয়েও দিতে পারছেন না রামোস, ‘এ বছর তারা গত মৌসুমের মতো খেলতে পারছে না ঠিকই, কিন্তু তারপরও তাদের সমীহ করতেই হবে। ঐতিহাসিক শিরোপাত্রয়ী জিতেছে ওরা। তাই ওরা যে দুর্দান্ত দল সেই স্বীকৃতি আমাদের দিতেই হবে।’
পেলেগ্রিনি আর রামোস যখন রিয়াল-বার্সার তুলনামূলক আলোচনায় ব্যস্ত, বার্সা মিডফিল্ডার জাভি তখন তুলনা করছেন লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর। দুই বছর ধরেই এই দুই তারকার তুলনা হচ্ছে। তবে এবারকার তুলনাটা এসেছে ভিন্ন একটি কারণে। ইনজুরির কারণে মেসি আর আগের ম্যাচে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে রোনালদো আজ নিজ নিজ দলের হয়ে খেলতে পারবেন না।
জাভি জানাচ্ছেন, রোনালদোর শূন্যতা যতটুকু অনুভব করবে রিয়াল, তার চেয়ে ঢের বেশি মেসির অভাব বোধ করবে বার্সা, ‘আমার দৃষ্টিতে মাদ্রিদে ক্রিস্টিয়ানো না থাকার চেয়ে মেসির না থাকা বার্সেলোনার জন্য বড় ক্ষতি।’ জাভির মতে, বিশ্বের আর কোনো ফুটবলারের সঙ্গে মেসির তুলনা চলে না, ‘দলে বিশ্বের সেরা খেলোয়াড়টির পাশে খেলা অসাধারণ এক অনুভূতি। ওর সঙ্গে কারও তুলনা হয় না। বাকি সব ফুটবলারের চেয়ে ও অনেক উঁচু মাপের। এ কারণেই পয়েন্টের রেকর্ড ব্যবধানেই ও (ব্যালন ডি’অর) জিতেছে।’ শুধু তা-ই নয়, ‘মেসি সব সময় দলের মঙ্গল চিন্তা করে খেলে’ মন্তব্য করে হয়তো ‘স্বার্থপর’ রোনালদোকে একটু খোঁটাও দিয়ে দিলেন জাভি!
No comments