হূদরোগ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান
যেকোনো বয়সে মানুষ হূদরোগে আক্রান্ত হতে পারে। অনিয়ন্ত্রিত চলাফেরা, অপরিমিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতার কারণে হূদরোগের ঝুঁকি বাড়ে। হূদরোগের চিকিত্সা অনেক ব্যয়বহুল। সবার পক্ষে এ ব্যয়বহুল চিকিত্সা করানো সম্ভব হয় না। এ কারণে হূদরোগ প্রতিরোধের ওপর জোর দিতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে হূদরোগসংক্রান্ত সম্মেলনে বক্তারা এ কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান মেডট্রোনিক, ভিটাট্রোন ও পপুলার ফার্মা যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিশেষজ্ঞসহ ভারত থেকে আসা বিশেষজ্ঞেরাও অংশ নেন।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে হূদরোগসংক্রান্ত সম্মেলনে বক্তারা এ কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান মেডট্রোনিক, ভিটাট্রোন ও পপুলার ফার্মা যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিশেষজ্ঞসহ ভারত থেকে আসা বিশেষজ্ঞেরাও অংশ নেন।
No comments