ইংলিশ মৌসুমের সূচনা আবুধাবিতে
২০১০ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মৌসুমের সূচনা হবে আবুধাবিতে। ইংলিশ কাউন্টির চ্যাম্পিয়ন দলের সঙ্গে এমসিসির মৌসুম সূচনার ম্যাচটি এত দিন ধরে হয়ে আসছিল লর্ডসে। মূলত দুটি কারণে আগামী বছর এর ব্যতিক্রম হচ্ছে—খেলাটি হবে আরও উষ্ণ আবহাওয়ায় এবং ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে।
সূচি অনুযায়ী লর্ডসে কাউন্টি চ্যাম্পিয়ন ডারহাম ও এমসিসির ম্যাচটি হওয়ার কথা এপ্রিলের শুরুতে। কিন্তু তখন ইংল্যান্ডে প্রচণ্ড ঠান্ডা থাকে। চার দিনের ম্যাচটি তাই এবার শুরু হবে ২৯ মার্চ, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। টেস্ট ক্রিকেটে দর্শক বাড়াতে ফ্লাডলাইটে এবং গোলাপি বলে খেলার চিন্তাভাবনা হচ্ছে অনেক দিন থেকেই। আবুধাবির পরীক্ষা সফল হলে টেস্ট ক্রিকেটেও এটা চালু করা যেতে পার বলে মনে করছে এমসিসি।
সূচি অনুযায়ী লর্ডসে কাউন্টি চ্যাম্পিয়ন ডারহাম ও এমসিসির ম্যাচটি হওয়ার কথা এপ্রিলের শুরুতে। কিন্তু তখন ইংল্যান্ডে প্রচণ্ড ঠান্ডা থাকে। চার দিনের ম্যাচটি তাই এবার শুরু হবে ২৯ মার্চ, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। টেস্ট ক্রিকেটে দর্শক বাড়াতে ফ্লাডলাইটে এবং গোলাপি বলে খেলার চিন্তাভাবনা হচ্ছে অনেক দিন থেকেই। আবুধাবির পরীক্ষা সফল হলে টেস্ট ক্রিকেটেও এটা চালু করা যেতে পার বলে মনে করছে এমসিসি।
No comments