মনমোহনের কাছে তৃণমূল ও বাম নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছেন। ওই সময় তিনি গত লোকসভা নির্বাচনোত্তর সংঘর্ষে বামপন্থীদের হাতে নিহত তাঁদের দলের ১৩৫ জনের একটি তালিকাও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। একই সঙ্গে মমতা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য বামপন্থীদের দায়ী করেন।
ওই সাক্ষাতের আধঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বেলা সাড়ে ১১টায় দেখা করেন বাম দলের সাংসদেরাও। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিপিএমের নেতা ও সাংসদ সীতারাম ইয়েচুরি। তিনিও লোকসভা নির্বাচনের পর মাওবাদী ও তৃণমূলের হাতে নিহত হওয়া ১৩০ জন বাম নেতা-কর্মীর নামের একটি তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
ওই সাক্ষাতের আধঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বেলা সাড়ে ১১টায় দেখা করেন বাম দলের সাংসদেরাও। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিপিএমের নেতা ও সাংসদ সীতারাম ইয়েচুরি। তিনিও লোকসভা নির্বাচনের পর মাওবাদী ও তৃণমূলের হাতে নিহত হওয়া ১৩০ জন বাম নেতা-কর্মীর নামের একটি তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
No comments