বলের নাম জাবুলানি
জাবুলানি—এই জুলু শব্দটির মানে ‘উদ্যাপন করা’। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের খেলাটা হবে যে বলে, সেটির নাম এই জাবুলানি। পরশু কেপটাউনে ড্র অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগেই উন্মোচন করা হয়েছে ২০১০ বিশ্বকাপের অফিসিয়াল বল।
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারসহ সাবেক এবং বতর্মান খেলোয়াড়দের অনেকেই বলটি নিয়ে পায়ের কারুকাজ করে দেখেছেন। সবাই একমত, অ্যাডিডাসের তৈরি বলটি বিশ্বকাপের ইতিহাসে সর্বোত্তম।
বলটি খেলে দেখার দলে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম, জার্মানি অধিনায়ক মাইকেল বালাক ও ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকাও। সবাই বলটির প্রশংসা করেছেন। ‘যেকোনো ভালো খেলোয়াড়ই যেকোনো বল নিয়ন্ত্রণ করতে পারে। তবে একটু সাহায্য পেলে তো ভালোই হয়’—বলেছেন বেকহাম। আর কাকার অনুভূতি, ‘আমার কাছে বলের সঙ্গে সংযোগটাই গুরুত্বপূর্ণ। আর এটা এই বলটির সঙ্গে দারুণ হয়।’ বালাক তো রায় দিয়ে দিয়েছেন ‘দারুণ’ বলে।
গুণগত মানে যেমন অনন্য, তেমনি অন্য দিক দিয়েও আছে এর ভিন্নতা। দক্ষিণ আফ্রিকার ১১টি ভাষা আর দলের ১১ জন খেলোয়াড়ের সঙ্গে মিলিয়ে বলটিতে রঙের সমাহার ঘটানো হয়েছে ১১টি।
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারসহ সাবেক এবং বতর্মান খেলোয়াড়দের অনেকেই বলটি নিয়ে পায়ের কারুকাজ করে দেখেছেন। সবাই একমত, অ্যাডিডাসের তৈরি বলটি বিশ্বকাপের ইতিহাসে সর্বোত্তম।
বলটি খেলে দেখার দলে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম, জার্মানি অধিনায়ক মাইকেল বালাক ও ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকাও। সবাই বলটির প্রশংসা করেছেন। ‘যেকোনো ভালো খেলোয়াড়ই যেকোনো বল নিয়ন্ত্রণ করতে পারে। তবে একটু সাহায্য পেলে তো ভালোই হয়’—বলেছেন বেকহাম। আর কাকার অনুভূতি, ‘আমার কাছে বলের সঙ্গে সংযোগটাই গুরুত্বপূর্ণ। আর এটা এই বলটির সঙ্গে দারুণ হয়।’ বালাক তো রায় দিয়ে দিয়েছেন ‘দারুণ’ বলে।
গুণগত মানে যেমন অনন্য, তেমনি অন্য দিক দিয়েও আছে এর ভিন্নতা। দক্ষিণ আফ্রিকার ১১টি ভাষা আর দলের ১১ জন খেলোয়াড়ের সঙ্গে মিলিয়ে বলটিতে রঙের সমাহার ঘটানো হয়েছে ১১টি।
No comments