টিপাইমুখে বাঁধ নির্মাণ পুনর্বিবেচনা করতে ভারতকে বলব -জকিগঞ্জে জর্জ গ্যালওয়ে
টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়
পুনর্বিবেচনা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি জর্জ
গ্যালওয়ে। গত রোববার সকালে বাংলাদেশে টিপাইমুখ বাঁধের ভাটি অববাহিক অঞ্চল
সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলসীদ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। জর্জ
গ্যালওয়ে সেখানে কয়েক ঘণ্টা থেকে বাঁধবিরোধী অবস্থানের প্রতি সংহতি প্রকাশ
করেন।
জর্জ গ্যালওয়ে বলেন, ‘পর্যবেক্ষণে মনে হচ্ছে, এ বাঁধ নির্মাণ
সম্পন্ন হলে বাংলাদেশের নদী অববাহিকা অঞ্চল পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে।
আমি এ ব্যাপারটি নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাব। একই সঙ্গে বাঁধ
নির্মাণের বিষয় পুনর্বিবেচনা করতে ভারত সরকারকে বলব।’
জানা গেছে, সিলেটের বিয়ানীবাজারের সন্তান কাউন্সিলর আবজল মিয়া পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে নিয়ে জর্জ গ্যালওয়ে সম্প্রতি বাংলাদেশে আসেন। গত ২৭ নভেম্বর তিনি সিলেট সফরে আসেন। কর্মসূচির অংশ হিসেবে গত রোববার সকাল নয়টায় তিনি অমলসীদের পথে রওনা হন।
দুপুর একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত গ্যালওয়ে অমলসীদ এলাকায় ছিলেন।
জানা গেছে, সিলেটের বিয়ানীবাজারের সন্তান কাউন্সিলর আবজল মিয়া পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে নিয়ে জর্জ গ্যালওয়ে সম্প্রতি বাংলাদেশে আসেন। গত ২৭ নভেম্বর তিনি সিলেট সফরে আসেন। কর্মসূচির অংশ হিসেবে গত রোববার সকাল নয়টায় তিনি অমলসীদের পথে রওনা হন।
দুপুর একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত গ্যালওয়ে অমলসীদ এলাকায় ছিলেন।
No comments