দক্ষ জনশক্তি তৈরির জন্য সাড়ে সাত লাখ কোটি রুপি দাবি -ভারতের পরিকল্পনা কমিশন
দেশে ৫০ কোটি দক্ষ জনশক্তি তৈরির জন্য
সরকারের কাছে সাড়ে সাত লাখ কোটি রুপি দাবি করেছে ভারতের পরিকল্পনা কমিশন।
আগামী এক দশকে ভারতের সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে এই অর্থ খরচ করা হবে।
পরিকল্পনা কমিশন কর্মকর্তা এম এন ছাইনি বলেন, ‘২০২২ সালের লক্ষ্য মাত্রা পূরণের জন্য আমরা সরকারকে সাড়ে সাত লাখ কোটি রুপি মঞ্জুর করার আবেদন করেছি।’ তিনি বলেন, সরকার ইতিমধ্যে এই প্রকল্পে ৩২ হাজার কোটি রুপি ব্যয় করে ফেলেছে। প্রকল্পকে গতিশীল করতে আরও টাকা প্রয়োজন।
দেশের মানুষের দক্ষতা ও জ্ঞান বাড়িয়ে তাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার জাতীয় রীতি ঘোষণা করেছে।
এদিকে ভারতের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) এক প্রতিবেদনে আগামী ছয় বছরে ভারত ও যুক্তরাষ্ট্রে মধ্যে সেবা বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ১৫ হাজার কোটি ডলার। বর্তমান ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বছরে বাণিজ্যের পরিমাণ ছয় হাজার কোটি রুপি।
সিআইআই বলছে, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সেবা বাণিজ্যের বাজার স্থিতিশীল আছে।
পরিকল্পনা কমিশন কর্মকর্তা এম এন ছাইনি বলেন, ‘২০২২ সালের লক্ষ্য মাত্রা পূরণের জন্য আমরা সরকারকে সাড়ে সাত লাখ কোটি রুপি মঞ্জুর করার আবেদন করেছি।’ তিনি বলেন, সরকার ইতিমধ্যে এই প্রকল্পে ৩২ হাজার কোটি রুপি ব্যয় করে ফেলেছে। প্রকল্পকে গতিশীল করতে আরও টাকা প্রয়োজন।
দেশের মানুষের দক্ষতা ও জ্ঞান বাড়িয়ে তাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার জাতীয় রীতি ঘোষণা করেছে।
এদিকে ভারতের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) এক প্রতিবেদনে আগামী ছয় বছরে ভারত ও যুক্তরাষ্ট্রে মধ্যে সেবা বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ১৫ হাজার কোটি ডলার। বর্তমান ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বছরে বাণিজ্যের পরিমাণ ছয় হাজার কোটি রুপি।
সিআইআই বলছে, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সেবা বাণিজ্যের বাজার স্থিতিশীল আছে।
No comments