ওয়াশিংটনে বন্দুকধারীদের হামলায় চার পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি বিমান
ঘাঁটির কাছে এক কফি শপে বন্দুকধারীদের অতর্কিত হামলায় চার পুলিশ কর্মকর্তা
নিহত হয়েছেন। গত রোববারএই হামলার ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র এড ট্রয়ার সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় সকাল সোয়া আটটায় কফি শপের একটি টেবিলে চার পুলিশ বসেছিলেন। এমন সময় একজন বন্দুকধারী সেখানে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে চারজনই নিহত হয়। নিহতদের পরিচয় তািক্ষণকভাবে প্রকাশ করা না হলেও পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিন পুরুষ ও এক নারী। তাদের পরণে বুলেটপ্রুফ ওয়েস্টকোটসহ ইউনিফর্ম ছিল।
ট্রয়ার বলেন, লেকউড পুলিশ বিভাগের এই চার পুলিশই বিশেষভাবে হামলার লক্ষ্য ছিল। কফি শপের অন্য কেউ এ হামলায় হতাহত হয়নি। তিনি বলেন, বন্দুকধারী একজন কৃষ্ণাঙ্গ এবং তাঁর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। তিনি একটি হ্যান্ডগান নিয়ে কফি শপে প্রবেশ করে একের পর এক গুলি ছোঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের মুখপাত্র এড ট্রয়ার সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় সকাল সোয়া আটটায় কফি শপের একটি টেবিলে চার পুলিশ বসেছিলেন। এমন সময় একজন বন্দুকধারী সেখানে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে চারজনই নিহত হয়। নিহতদের পরিচয় তািক্ষণকভাবে প্রকাশ করা না হলেও পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিন পুরুষ ও এক নারী। তাদের পরণে বুলেটপ্রুফ ওয়েস্টকোটসহ ইউনিফর্ম ছিল।
ট্রয়ার বলেন, লেকউড পুলিশ বিভাগের এই চার পুলিশই বিশেষভাবে হামলার লক্ষ্য ছিল। কফি শপের অন্য কেউ এ হামলায় হতাহত হয়নি। তিনি বলেন, বন্দুকধারী একজন কৃষ্ণাঙ্গ এবং তাঁর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। তিনি একটি হ্যান্ডগান নিয়ে কফি শপে প্রবেশ করে একের পর এক গুলি ছোঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
No comments