বেলুন নাটক সাজানোর কথা স্বীকার করলেন মার্কিন মা
বিশালাকৃতির হিলিয়াম বেলুনে চড়ে এক বালকের নিখোঁজ হওয়ার খবর নিয়ে ১৫ অক্টোবর দেশবাসীকে টানটান উত্তেজনার মধ্যে রেখেছিল মার্কিন সংবাদমাধ্যম। কিন্তু পরে জানা গেছে, ঘটনাটি ছিল সাজানো। আসলে ওই বালক বেলুনে ছিল না, লুকিয়ে ছিল বাড়িতে।
এখন ওই বালকের মা মেউমি হিনে নিজেই স্বীকার করেছেন যে ঘটনাটি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই ছিল না। আদালতের নথি থেকে এ কথা জানা গেছে।
মেউমি হিনে কর্মকর্তাদের বলেছেন, তাঁদের ছয় বছর বয়সী সন্তানের বাড়িতে লুকিয়ে থাকা সম্পর্কে তিনি ও তাঁর স্বামী সবকিছুই জানতেন।
সংবাদমাধ্যমে প্রচার পাওয়ার জন্য তাঁরা এ পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন হিনে। দুই সপ্তাহ আগে ওই বেলুন নাটকের পরিকল্পনা করেছিলেন তারা।
এখন ওই বালকের মা মেউমি হিনে নিজেই স্বীকার করেছেন যে ঘটনাটি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই ছিল না। আদালতের নথি থেকে এ কথা জানা গেছে।
মেউমি হিনে কর্মকর্তাদের বলেছেন, তাঁদের ছয় বছর বয়সী সন্তানের বাড়িতে লুকিয়ে থাকা সম্পর্কে তিনি ও তাঁর স্বামী সবকিছুই জানতেন।
সংবাদমাধ্যমে প্রচার পাওয়ার জন্য তাঁরা এ পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন হিনে। দুই সপ্তাহ আগে ওই বেলুন নাটকের পরিকল্পনা করেছিলেন তারা।
No comments