নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ অ্যান্ডি মোলস পদত্যাগ করলেন
নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ অ্যান্ডি মোলস পদত্যাগ করেছেন। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, মোলসের পদত্যাগ নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়দের চাপ ও অনাস্থার মুখে নয়। সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার তিন দিন আগে মোলসের এই পদত্যাগে, আসন্ন সিরিজে আদৌ নিউজিল্যান্ড দলের সঙ্গে কোনো কোচ থাকবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমনকি আগামী নভেম্বরে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও কোনো কোচ মোলসের স্থলাভিষিক্ত হবেন কি না তাও অনিশ্চিত।
অ্যান্ডি মোলসের বিরুদ্ধে কয়েক দিন আগে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়েরা অসহযোগিতার অভিযোগ আনেন। খেলোয়াড়েরা মোলসের কোচিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, গত এক বছরে মোলস কৌশলগত দিক দিয়ে ও টেকনিক্যালি তাঁদের কোনো উপকারেই আসেননি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভন অবশ্য বলেছেন, খেলোয়াড়দের কোনো বিদ্রোহ বা দাবির মুখে মোলস পদত্যাগ করেননি। কিন্তু কোচের পদত্যাগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলের মনোবলে কোনো ঘাটতি দেখা দেবে না।
অ্যান্ডি মোলসের বিরুদ্ধে কয়েক দিন আগে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়েরা অসহযোগিতার অভিযোগ আনেন। খেলোয়াড়েরা মোলসের কোচিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, গত এক বছরে মোলস কৌশলগত দিক দিয়ে ও টেকনিক্যালি তাঁদের কোনো উপকারেই আসেননি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভন অবশ্য বলেছেন, খেলোয়াড়দের কোনো বিদ্রোহ বা দাবির মুখে মোলস পদত্যাগ করেননি। কিন্তু কোচের পদত্যাগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলের মনোবলে কোনো ঘাটতি দেখা দেবে না।
No comments