আমেরিকায় লালবাতি জ্বলা ব্যাংকের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল
মার্কিন যুক্তরাষ্ট্রে এ বছর লালবাতি জ্বলা ব্যাংকের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত শুক্রবার মোট ছয়টি আঞ্চলিক ব্যাংক দেউলিয়া ঘোষিত হওয়ার পর পতিত ব্যাংকের সংখ্যা ১০০ ছাড়াল।
শুক্রবার প্রথমে ফ্লোরিডার পার্টনার্স ব্যাংক অব নেপলসের পতন ঘটার খবর আসে। এটি এ বছর যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়া শততম ব্যাংক। ব্যাংকটির মূলধন সাড়ে ছয় কোটি ডলার।
এরপর আরও ছয়টি ব্যাংক বন্ধের ঘোষণা দেওয়া হয়। এগুলো হলো ফ্লোরিডার ফ্ল্যাগশিপ ন্যাশনাল ব্যাংক, জর্জিয়ার আমেরিকান ইউনাইটেড ব্যাংক, মিনেসোটার রিভারভিউ কমিউনিটি ব্যাংক, উইসকনসিনের ব্যাংক অব এলমুড ও ইলিনয়েসের ডুপেগ ব্যাংক।
১৯৯২ সালের পর এই প্রথম কোনো এক বছরে যুক্তরাষ্ট্রে এতগুলো ব্যাংকে লালবাতি জ্বলল।
শুক্রবার প্রথমে ফ্লোরিডার পার্টনার্স ব্যাংক অব নেপলসের পতন ঘটার খবর আসে। এটি এ বছর যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়া শততম ব্যাংক। ব্যাংকটির মূলধন সাড়ে ছয় কোটি ডলার।
এরপর আরও ছয়টি ব্যাংক বন্ধের ঘোষণা দেওয়া হয়। এগুলো হলো ফ্লোরিডার ফ্ল্যাগশিপ ন্যাশনাল ব্যাংক, জর্জিয়ার আমেরিকান ইউনাইটেড ব্যাংক, মিনেসোটার রিভারভিউ কমিউনিটি ব্যাংক, উইসকনসিনের ব্যাংক অব এলমুড ও ইলিনয়েসের ডুপেগ ব্যাংক।
১৯৯২ সালের পর এই প্রথম কোনো এক বছরে যুক্তরাষ্ট্রে এতগুলো ব্যাংকে লালবাতি জ্বলল।
No comments