কৃষিসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর আহ্বান
‘বিশ্বমন্দার প্রভাব এবং বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গবেষণা ও কার্যকরী ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা দারিদ্র্য নিরসনে অধিকতর দরিদ্রবান্ধব ব্যাংকব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তাঁরা কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর জোর দেন।
বক্তারা বলেন, হতদরিদ্র কৃষকদের জন্য কৃষি সরঞ্জাম, উন্নত বীজ ও সার প্রাপ্তি নিশ্চিত করতে ব্যাংকগুলোর আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাধনা সংসদ এ সেমিনারের আয়োজন করে। হাজি হায়দার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। এতে বক্তব্য দেন ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এ এস এম শেকিল চৌধুরী, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান ও রওনক জাহান ভূঁইয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধনা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া।
বক্তারা বলেন, হতদরিদ্র কৃষকদের জন্য কৃষি সরঞ্জাম, উন্নত বীজ ও সার প্রাপ্তি নিশ্চিত করতে ব্যাংকগুলোর আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাধনা সংসদ এ সেমিনারের আয়োজন করে। হাজি হায়দার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। এতে বক্তব্য দেন ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এ এস এম শেকিল চৌধুরী, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান ও রওনক জাহান ভূঁইয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধনা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া।
No comments