মোহামেডানের উদ্বেগ
জাতীয় ক্রিকেট দল ও মোহামেডানের ওপেনার তামিম ইকবালের মিরপুরের বাসভবনের গেটে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মোহামেডান। ক্লাবের সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা গুলির ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় ক্লাবটি।
মিরপুর ১১ নম্বরের ৬ নম্বর সড়কের যে অ্যাপার্টমেন্টের গেটে পরশু রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে তামিম ছাড়াও থাকেন জাতীয় দলের সহ-অধিনায়ক আবাহনীর সাকিব আল হাসান, রুবেল হোসেন ও নাফিস ইকবাল।
মিরপুর ১১ নম্বরের ৬ নম্বর সড়কের যে অ্যাপার্টমেন্টের গেটে পরশু রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে তামিম ছাড়াও থাকেন জাতীয় দলের সহ-অধিনায়ক আবাহনীর সাকিব আল হাসান, রুবেল হোসেন ও নাফিস ইকবাল।
No comments