বার্সার ঘাড়ের ওপর রিয়াল
ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না, কাকা নেমেছিলেন ৭২ মিনিটে। তবে আরেকজন তো ছিলেন! ‘রিয়াল’ রাউল গঞ্জালেজ। অধিনায়কের জোড়া গোলে ভ্যালাদোলিদকে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে ভ্যালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে লিগে নিজেদের ইতিহাসের সেরা সূচনা হাতছাড়া করেছে বার্সেলোনা। জেনোয়াকে উড়িয়ে দিয়ে সিরি ‘আ’র শীর্ষস্থানেই আছে গত চারবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
বার্নাব্যুতে পরশু প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল। রিয়ালের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের রাতে ১৮ মিনিটের মধ্যে দলকে দুটি গোল এনে দেন রাউল। ১৩ মিনিটে বাঁ পায়ের ফ্লিকে করেন প্রথম গোল, ব্যবধান দ্বিগুণ করেন ১৮ মিনিটে। এই পর্যায়ে ঘুরে-ফিরে আসছিল গত পাঁচ বছরের দুটো স্মৃতি। রিয়ালের কাছে ৭-০ ও ৭-২ গোলে হেরেছিল ভ্যালাদোলিদ। তবে ২৯ মিনিটে উইঙ্গার নাউজেত ভিয়েরার দুর্দান্ত ফ্রিকিকের গোলে লড়াইটা জমে ওঠে। আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে হারের খলনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর ৪৫ মিনিটের গোলে স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। ৫৩ মিনিটে মাকুইতোসের গোলে আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ভ্যালাদোলিদ। রাফায়েল ফন ডার ভার্টের বদলে মাঠে নামা গঞ্জালো হিগুয়েইনের ৭৯ মিনিটের গোল নিশ্চিত করে রিয়ালের জয়।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতলে টানা সাত ম্যাচ জিতে লিগে নিজেদের সেরা শুরুর রেকর্ড গড়তে পারত বার্সেলোনা। ইনজুরির জন্য ম্যাচটি খেলতে পারেননি থিয়েরি অঁরি, ইব্রাহিমোভিচ নেমেছিলেন বদলি হিসেবে। সপ্রভিত ছিলেন না লিওনেল মেসি ও জাভিরাও। খেলেননি ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার ডেভিড ভিয়াও। মেস্তালা স্টেডিয়ামে গোলমুখ খুলতে পারেনি কোনো দলই। বার্সেলোনার খেলায় সমর্থকেরা হতাশ, তবে বিচলিত নন কোচ পেপ গার্দিওলা, ‘ভালো একটা দলের বিপক্ষে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা জিততে এসেছিলাম, কিন্তু ড্রয়ে এমন কিছু হয়ে যায়নি। আমরা নিশ্চয়ই ৩৮টি ম্যাচেই জিততে পারি না!’
ড্রয়ের পরও বার্সা শীর্ষে বলে গার্দিওলা সন্তুষ্ট হতেই পারেন। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের, ১ পয়েন্ট পেছনে রিয়াল। সমান ১৫ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তৃতীয় ও চতুর্থ সেভিয়া ও ডেপোর্তিভো লা করুনিয়া। আগের ম্যাচে রিয়ালকে হারিয়ে টানা পাঁচ জয়ে উড়তে থাকা সেভিয়াকে মাটিতে নামিয়েছে এদিন লা করুনিয়া। ৩৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার হুয়ান রদ্রিগেজ।
ড্র করেও গার্দিওলা সন্তুষ্ট, কিন্তু জেনোয়াকে ৫-০ গোলে হারানোর পরও সন্তুষ্ট নন হোসে মরিনহো, ‘আমরা স্রেফ একটি ম্যাচ জিতেছি। ম্যাচটাও নিখুঁত খেলিনি, শুধু ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি।’ এস্তেবান ক্যাম্বিয়াসো, মারিও বালোতেল্লি ও স্টানকোভিচের গোলে ইন্টার প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের গোল করেছেন প্যাট্রিক ভিয়েরা ও মাইকন। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মরিনহোর দল। আজ লািসওর বিপক্ষে জিতলে অবশ্য ১৯ পয়েন্ট হবে সাম্পদোরিয়ারও।
বদলায়নি পয়েন্ট তালিকার পরের দুটি স্থানও। পরশু নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় সমান ১৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তৃতীয় ও চতুর্থ স্থানে আছে জুভেন্টাস ও ফিওরেন্টিনা। তুরিনে হুয়ান ভার্গাসের ৫ মিনিটের গোল এগিয়ে দিয়েছিল ফিওরেন্টিনাকে। ১৯ মিনিটে সমতা ফেরান জুভেন্টাসের আমুরি কারভালহো।
জার্মানিতে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল, তবে গোলশূন্য ড্র হওয়ায় পরিবর্তন হয়নি অবস্থান। সমান ২১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে হামবুর্গকে পেছনে ফেলে শীর্ষে বেয়ার লেভারকুসেন। ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ উঠেছে পাঁচে।
বার্নাব্যুতে পরশু প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল। রিয়ালের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের রাতে ১৮ মিনিটের মধ্যে দলকে দুটি গোল এনে দেন রাউল। ১৩ মিনিটে বাঁ পায়ের ফ্লিকে করেন প্রথম গোল, ব্যবধান দ্বিগুণ করেন ১৮ মিনিটে। এই পর্যায়ে ঘুরে-ফিরে আসছিল গত পাঁচ বছরের দুটো স্মৃতি। রিয়ালের কাছে ৭-০ ও ৭-২ গোলে হেরেছিল ভ্যালাদোলিদ। তবে ২৯ মিনিটে উইঙ্গার নাউজেত ভিয়েরার দুর্দান্ত ফ্রিকিকের গোলে লড়াইটা জমে ওঠে। আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে হারের খলনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর ৪৫ মিনিটের গোলে স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। ৫৩ মিনিটে মাকুইতোসের গোলে আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ভ্যালাদোলিদ। রাফায়েল ফন ডার ভার্টের বদলে মাঠে নামা গঞ্জালো হিগুয়েইনের ৭৯ মিনিটের গোল নিশ্চিত করে রিয়ালের জয়।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতলে টানা সাত ম্যাচ জিতে লিগে নিজেদের সেরা শুরুর রেকর্ড গড়তে পারত বার্সেলোনা। ইনজুরির জন্য ম্যাচটি খেলতে পারেননি থিয়েরি অঁরি, ইব্রাহিমোভিচ নেমেছিলেন বদলি হিসেবে। সপ্রভিত ছিলেন না লিওনেল মেসি ও জাভিরাও। খেলেননি ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার ডেভিড ভিয়াও। মেস্তালা স্টেডিয়ামে গোলমুখ খুলতে পারেনি কোনো দলই। বার্সেলোনার খেলায় সমর্থকেরা হতাশ, তবে বিচলিত নন কোচ পেপ গার্দিওলা, ‘ভালো একটা দলের বিপক্ষে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা জিততে এসেছিলাম, কিন্তু ড্রয়ে এমন কিছু হয়ে যায়নি। আমরা নিশ্চয়ই ৩৮টি ম্যাচেই জিততে পারি না!’
ড্রয়ের পরও বার্সা শীর্ষে বলে গার্দিওলা সন্তুষ্ট হতেই পারেন। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের, ১ পয়েন্ট পেছনে রিয়াল। সমান ১৫ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তৃতীয় ও চতুর্থ সেভিয়া ও ডেপোর্তিভো লা করুনিয়া। আগের ম্যাচে রিয়ালকে হারিয়ে টানা পাঁচ জয়ে উড়তে থাকা সেভিয়াকে মাটিতে নামিয়েছে এদিন লা করুনিয়া। ৩৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার হুয়ান রদ্রিগেজ।
ড্র করেও গার্দিওলা সন্তুষ্ট, কিন্তু জেনোয়াকে ৫-০ গোলে হারানোর পরও সন্তুষ্ট নন হোসে মরিনহো, ‘আমরা স্রেফ একটি ম্যাচ জিতেছি। ম্যাচটাও নিখুঁত খেলিনি, শুধু ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি।’ এস্তেবান ক্যাম্বিয়াসো, মারিও বালোতেল্লি ও স্টানকোভিচের গোলে ইন্টার প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের গোল করেছেন প্যাট্রিক ভিয়েরা ও মাইকন। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মরিনহোর দল। আজ লািসওর বিপক্ষে জিতলে অবশ্য ১৯ পয়েন্ট হবে সাম্পদোরিয়ারও।
বদলায়নি পয়েন্ট তালিকার পরের দুটি স্থানও। পরশু নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় সমান ১৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তৃতীয় ও চতুর্থ স্থানে আছে জুভেন্টাস ও ফিওরেন্টিনা। তুরিনে হুয়ান ভার্গাসের ৫ মিনিটের গোল এগিয়ে দিয়েছিল ফিওরেন্টিনাকে। ১৯ মিনিটে সমতা ফেরান জুভেন্টাসের আমুরি কারভালহো।
জার্মানিতে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল, তবে গোলশূন্য ড্র হওয়ায় পরিবর্তন হয়নি অবস্থান। সমান ২১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে হামবুর্গকে পেছনে ফেলে শীর্ষে বেয়ার লেভারকুসেন। ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ উঠেছে পাঁচে।
No comments