ইন্দোনেশিয়ায় ঈদের সময় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০০
ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩০০ জনেরও বেশি নিহত হয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য একযোগে শহর ছেড়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনাগুলো ঘটে। গতকাল বুধবার পুলিশের একজন মুখপাত্র এ কথা জানান।
জাতীয় পুলিশের মুখপাত্র আই কেটুট উনটুং ইয়োগা বলেন, সারা দেশে মোট ৮৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩১২ জন।
১৩ সেপ্টেম্বর থেকে সংঘটিত দুর্ঘটনাগুলোকে এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই মুখপাত্র জানান, নিহতদের অধিকাংশই মোটরসাইকেল আরোহী।
ঈদুল ফিতর উদযাপনের জন্য দুই কোটি ৭০ লাখেরও বেশি মানুষ বড় বড় শহর ও নগর ছেড়ে গ্রামের বাড়িতে যান। তাঁদের মধ্যে এক কোটি ৬০ লাখের বেশি মানুষ বিমান, ট্রেন ও জাহাজে চড়ে শহর ছাড়েন। বাকি এক কোটি ১০ লাখ মানুষ শহর ছেড়ে যান গাড়ি ও মোটরসাইকেলে করে। মুখপাত্র আই কেটুট উনটুং ইয়োগা বলেন, ঈদের ছুটি শেষে মানুষ আবার যখন শহরে ফিরতে শুরু করবেন, তখন দুর্ঘটনা ও নিহতের সংখ্যা বেড়ে যেতে পারে।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যসূত্রে জানা গেছে, ঈদ করতে মোটরসাইকেল চড়ে বাড়ি যাওয়া মানুষের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। আর দেশটিতে গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যত্তিদের মধ্যে বেশির ভাগই ছিলেন মোটরসাইকেল আরোহী।
জাতীয় পুলিশের মুখপাত্র আই কেটুট উনটুং ইয়োগা বলেন, সারা দেশে মোট ৮৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩১২ জন।
১৩ সেপ্টেম্বর থেকে সংঘটিত দুর্ঘটনাগুলোকে এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই মুখপাত্র জানান, নিহতদের অধিকাংশই মোটরসাইকেল আরোহী।
ঈদুল ফিতর উদযাপনের জন্য দুই কোটি ৭০ লাখেরও বেশি মানুষ বড় বড় শহর ও নগর ছেড়ে গ্রামের বাড়িতে যান। তাঁদের মধ্যে এক কোটি ৬০ লাখের বেশি মানুষ বিমান, ট্রেন ও জাহাজে চড়ে শহর ছাড়েন। বাকি এক কোটি ১০ লাখ মানুষ শহর ছেড়ে যান গাড়ি ও মোটরসাইকেলে করে। মুখপাত্র আই কেটুট উনটুং ইয়োগা বলেন, ঈদের ছুটি শেষে মানুষ আবার যখন শহরে ফিরতে শুরু করবেন, তখন দুর্ঘটনা ও নিহতের সংখ্যা বেড়ে যেতে পারে।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যসূত্রে জানা গেছে, ঈদ করতে মোটরসাইকেল চড়ে বাড়ি যাওয়া মানুষের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। আর দেশটিতে গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যত্তিদের মধ্যে বেশির ভাগই ছিলেন মোটরসাইকেল আরোহী।
No comments