মার্টিন ক্রোর টেস্ট চ্যাম্পিয়নশিপ তত্ত্ব
টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তায় টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত আইসিসি। এটি অবশ্য পুরোনো খবর। দুই বছরের পরিক্রমায় টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব এরই মধ্যে দিয়ে রেখেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। ভারত ও ইংল্যান্ড লরগাতের সে প্রস্তাবের বিরোধিতা করলেও এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন প্রস্তাব নিয়ে হাজির মার্টিন ক্রো। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য ক্রো নক-আউট টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তাব করেছেন।
ক্রোর প্রস্তাবে অবশ্য খুশি হওয়ার কারণ নেই বাংলাদেশের। কারণ তাঁর প্রস্তাবনা অনুযায়ী প্রতিবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দলকে নিয়ে। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯। অবশ্য ক্রো বলছেন, পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে র্যাঙ্কিংয়ের সেরা আটে জায়গা পেলে বাংলাদেশও টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ক্রো তাঁর পরিকল্পনা আইসিসিতে পেশ করবেন। টেস্ট একসময় দিবা-রাত্রির ক্রিকেটেও পরিণত হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
ক্রোর প্রস্তাবে অবশ্য খুশি হওয়ার কারণ নেই বাংলাদেশের। কারণ তাঁর প্রস্তাবনা অনুযায়ী প্রতিবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দলকে নিয়ে। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯। অবশ্য ক্রো বলছেন, পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে র্যাঙ্কিংয়ের সেরা আটে জায়গা পেলে বাংলাদেশও টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ক্রো তাঁর পরিকল্পনা আইসিসিতে পেশ করবেন। টেস্ট একসময় দিবা-রাত্রির ক্রিকেটেও পরিণত হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
No comments