শ্রীলঙ্কায় স্থানীয় নির্বাচন
শ্রীলঙ্কায় গতকাল শনিবার দুটি স্থানীয় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ভোট চলাকালে নির্বাচনী এলাকাগুলোয় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।
নির্বাচন কমিশন জানায়, জাফনা ও ভাভুনিয়া পৌরসভায় শনিবার সকালে ভোট শুরু হয়ে তা টানা নয় ঘণ্টা চলে। এলাকা দুটিতে প্রায় এক লাখ ২৫ হাজার ভোটার রয়েছেন। পৌরসভা দুটির অবস্থান সেদেশের ওয়ানি যুদ্ধাঞ্চলের কাছে। এই ওয়ানি এলাকায় গত মে মাসে তামিল বিদ্রোহীদের পরাস্ত করে সেনাবাহিনী।
নির্বাচন কমিশন জানায়, জাফনা ও ভাভুনিয়া পৌরসভায় শনিবার সকালে ভোট শুরু হয়ে তা টানা নয় ঘণ্টা চলে। এলাকা দুটিতে প্রায় এক লাখ ২৫ হাজার ভোটার রয়েছেন। পৌরসভা দুটির অবস্থান সেদেশের ওয়ানি যুদ্ধাঞ্চলের কাছে। এই ওয়ানি এলাকায় গত মে মাসে তামিল বিদ্রোহীদের পরাস্ত করে সেনাবাহিনী।
No comments