আবারও খবরের শিরোনাম হলেন শিল্পা শেঠি
শিল্পা শেঠির গালে আবারও চুমু! তবে এবারের নায়ক কোনো হলিউড সেলিব্রেটি নন, মন্দিরের বয়োজ্যেষ্ঠ এক পুরোহিত। শুধু এবারই নয়, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অতীতেও বেশ কয়েকবার সংবাদ শিরোনামে হয়েছেন এই বলিউড অভিনেত্রী।
সম্প্রতি উড়িষ্যার সাক্ষীগোপাল মন্দিরে গিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছেন শিল্পা শেঠি। অভিযোগ উঠেছে মন্দিরের আঙ্গিনার ভেতরে জুতো পায়ে শুটিং করেছেন তিনি। ওই বিতর্কের রেশ না কাটতেই আবারও সংবাদ শিরোনামে শিল্পা। ইন্টারনেটে তাঁর একটি ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শিল্পার গালে চুমু খাচ্ছেন মন্দিরের একজন পুরোহিত।
শিল্পা যখন মন্দিরের পুরোহিতের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন, তখন তাঁর প্রতি দারুণ শিষ্টাচার দেখান ওই পুরোহিত। তিনি শুধু আশীর্বাদই করেননি, শিল্পার গালে এঁকে দেন পিতৃসুলভ চুমু। পুরোহিতের আচরণে অশ্লীল কোনো কিছু ছিল না।
চুমুসংক্রান্ত কর্মকাণ্ডে এর আগেও একবার ভারতজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছিলেন শিল্পা শেঠি। এইডস সচেতনতাবিষয়ক এক অনুষ্ঠানে তাঁর গালে বেশ কয়েকবার চুমু খেয়েছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার।
সম্প্রতি উড়িষ্যার সাক্ষীগোপাল মন্দিরে গিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছেন শিল্পা শেঠি। অভিযোগ উঠেছে মন্দিরের আঙ্গিনার ভেতরে জুতো পায়ে শুটিং করেছেন তিনি। ওই বিতর্কের রেশ না কাটতেই আবারও সংবাদ শিরোনামে শিল্পা। ইন্টারনেটে তাঁর একটি ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শিল্পার গালে চুমু খাচ্ছেন মন্দিরের একজন পুরোহিত।
শিল্পা যখন মন্দিরের পুরোহিতের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন, তখন তাঁর প্রতি দারুণ শিষ্টাচার দেখান ওই পুরোহিত। তিনি শুধু আশীর্বাদই করেননি, শিল্পার গালে এঁকে দেন পিতৃসুলভ চুমু। পুরোহিতের আচরণে অশ্লীল কোনো কিছু ছিল না।
চুমুসংক্রান্ত কর্মকাণ্ডে এর আগেও একবার ভারতজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছিলেন শিল্পা শেঠি। এইডস সচেতনতাবিষয়ক এক অনুষ্ঠানে তাঁর গালে বেশ কয়েকবার চুমু খেয়েছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার।
No comments