কেউ পেয়েছেন রিঠা, কেউ গুলশা by সোয়েল রানা
প্রথম আলো, ০৪ জুলাই ২০১৯: বাড়ি
তাঁদের বগুড়ার গাবতলী উপজেলার শাহবাসপুর গ্রামে। মাছ শিকারই জীবিকা। যমুনা
নদীতে জাল নিয়ে মাছ শিকারে নেমেছেন। কখনো জাল ফেলে আবার কখনো হাত দিয়ে মাছ
শিকার করছেন। দিনমান মাছ শিকার করে হাটে বিক্রি করবেন। যমুনা নদীর বগুড়ার
সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া হার্ডপয়েন্টে মাছ শিকারে নেমেছেন তাঁরা।
কেউ রিঠা মাছ পেয়েছেন, কেউ পেয়েছেন গলশা। আবার কেউ পেয়েছেন চিংড়ি মাছ।
No comments