শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মগুরু বললেন, মুসলিমদের পাথর মেরে হত্যা করা উচিত
মুসলিমদের
পাথর মেরে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মগুরু-
ওয়ারাকাগোদা শ্রী নানারত্ন থিরো। শীর্ষ ধর্মীয় নেতার এ বিবৃতির পর আবারও
দাঙ্গার শঙ্কায় দেশটির সংখ্যালঘু মুসলিমরা।
জানা গেছে, গেল সপ্তাহে শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয় নানারত্ন থিরোর এ ভাষণ। এতে এক মুসলিম চিকিৎসকের বিরুদ্ধে চার হাজার বৌদ্ধ নারীকে বন্ধ্যা করে দেয়ার অভিযোগ আনেন। এসময় মুসলিম মালিকানাধীন দোকান ও রেস্তোরাঁগুলো বর্জনেরও আহ্বান জানান তিনি।
দাবি করেন, এসব রেস্তোরাঁ বছরের পর বছর ধরে বৌদ্ধ ক্রেতাদের খাবারের সাথে বন্ধ্যাকরণ ওষুধ মিশিয়ে আসছে। নানারত্নের এ ভাষণের পর থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে দেশটির মুসলিম জনগোষ্ঠির। গেল এপ্রিলে খ্রিস্ট ধর্মীয় ইস্টার উৎসবের প্রার্থনায় সন্ত্রাসী হামলার পর, শ্রীলঙ্কায় সাধারণ মুসলিম ও তাদের বাড়িঘর, মসজিদে হামলা চালায় বৌদ্ধ উগ্রবাদীরা। সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় এখনও জরুরি অবস্থা জারি আছে দেশটিতে।
জানা গেছে, গেল সপ্তাহে শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয় নানারত্ন থিরোর এ ভাষণ। এতে এক মুসলিম চিকিৎসকের বিরুদ্ধে চার হাজার বৌদ্ধ নারীকে বন্ধ্যা করে দেয়ার অভিযোগ আনেন। এসময় মুসলিম মালিকানাধীন দোকান ও রেস্তোরাঁগুলো বর্জনেরও আহ্বান জানান তিনি।
দাবি করেন, এসব রেস্তোরাঁ বছরের পর বছর ধরে বৌদ্ধ ক্রেতাদের খাবারের সাথে বন্ধ্যাকরণ ওষুধ মিশিয়ে আসছে। নানারত্নের এ ভাষণের পর থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে দেশটির মুসলিম জনগোষ্ঠির। গেল এপ্রিলে খ্রিস্ট ধর্মীয় ইস্টার উৎসবের প্রার্থনায় সন্ত্রাসী হামলার পর, শ্রীলঙ্কায় সাধারণ মুসলিম ও তাদের বাড়িঘর, মসজিদে হামলা চালায় বৌদ্ধ উগ্রবাদীরা। সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় এখনও জরুরি অবস্থা জারি আছে দেশটিতে।
No comments