রোহিঙ্গাদের পাশে ওয়ার্ল্ড ফুটবলারস্ ফোরাম (WFFB)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRFnvEDc9kPrA7fkOkcRDN5TwGISbzoxebRIsopg3rjCTYnUO9bbQG4KRxJwdZotvZHu8okyaGvLUGaY6uvpB7HNdpurD4emmRPvcIKjNYT2WKlhavJ6KXDqzTBT-oJdTzZ_aOMEexuUQ/s400/%25E0%25A6%25B0%25E0%25A7%258B%25E0%25A6%25B9%25E0%25A6%25BF%25E0%25A6%2599%25E0%25A7%258D%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25B6%25E0%25A7%2587+%25E0%25A6%2593%25E0%25A7%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A7%258D%25E0%25A6%25A1+%25E0%25A6%25AB%25E0%25A7%2581%25E0%25A6%259F%25E0%25A6%25AC%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E2%2580%258C+%25E0%25A6%25AB%25E0%25A7%258B%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25AE.jpg)
মিয়ানমার
সরকারের নির্যাতনের শিকার হয়ে বর্তমানে কক্সবাজার জেলার রামু, টেকনাফ ও
কুতুপালং এর শিবিরসমূহে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের দূর্দশা
অবলোকনপূর্বক তাদের সাহায্যার্থে এমেকা ইউজিকো গত বৃহস্পতিবার কক্সবাজরের
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত হন। দশ দিন পূর্বে ঢাকার হাতিরপুলে
অবস্থিত ফিকামলি সেন্টারের প্লাটিনাম জিম থেকে দৌড়ে প্রেস ক্লাব হয়ে
কক্সবাজারের অভিমুখে রওনা হন। বিশ্বের নন্দিত বর্তমান ও সাবেক ফুটবলারদের
দৃষ্টি আকর্ষণ ও রোহিঙ্গাদের সাহায্য সহযোহিতা করার জন্য এই উদ্যোগ গ্রহণ
করেছেন তিনি। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। রোহিঙ্গা
শিশুদের সাথে এমেকা সহ বাংলাদেশ জাতীয় দলের ফুটবল তারকারা ফুটবল ম্যাচে অংশ
গ্রহণ করেন । খেলা শেষে শিশুদের মাঝে জার্সি, ট্রফি ও ফুটবল বিতরন করা হয়
ও নগদ অর্থ প্রদান করা হয়। ব্যাপক কৌতুহল ও উৎসাহ উদ্দীপনার মাঝে খেলার
পরিসমাপ্তি ঘটে। বিশ্বনন্দিত ফুটবলার এমেকা বলেন “রোহিঙ্গাদের দুর্দশার
কথা শুনে আমি আমিরিকা থেকে ছুটে এসেছি। রোহিঙ্গদের নির্যাতনের প্রতিবাদে
আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলার সব ভেন্যুগুলোতে ব্যানার প্রদর্শন করা হবে।
রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশ্ব জনমত গড়তে ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে
আমার এই উদ্যোগ। আমি বিশ্বের সব তারকার ফুটবলারদের রোহিঙ্গাদের পাশে
দাঁড়ানো ও তাদের সাহায্য ও সহযোগিতা করার জন্য আহবান জানাই।” ওয়ার্ল্ড
ফুটবলারস্ ফোরামের আহবায়ক ড. আব্দুল ওয়াদুদ বলেন, “আমাদের প্রধানমন্ত্রী
জনবহুল এ দেশে এত বিপুল সংখক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে এক নতুন
দৃষ্টান্ত স্থাপন করেছেন। পদ্মা সেতু করে তিনি জল বিজয় করেছেন, মেট্রো রেল
করে স্থল জয় করেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়ে আকাশ বিজয় করেছেন এবং
রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়ে বিশ্বমানবতাকে জয় করেছেন। আসুন তার হাত কে
শক্তিশালী করে আমরা উন্নত দেশের তালিকায় জায়গা করে নেই। তিনি শুধু
বাংলাদেশের নেত্রী নয়, তিনি বিশ্ব মানবতার নেত্রী। ইন্নাশাল্লাহ তার
দুরদর্শিতা ও কুটনৈতিক প্রচেষ্টায় এই মানবিক সংকটের শান্তিপূর্ণ সমাধান
হবেই হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ বলেন, “আমাদের
ফুটবলের মান আগের চেয়ে অনেক নিম্নগামী। বিশ্বের কিংবদন্তি ও তারকা
ফুটবলারগণ বাংলাদেশে রোহিঙ্গাদের পাশে দাড়ালে বিশ্বজনমত তৈরীতে যেমন অবদান
রাখবে অপরদিকে বাংলাদেশ ফুটবলের এক নবজাগরন সৃষ্টি হবে।” আরও উপস্থিত ছিলেন
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দীন চুন্নু, সাবেক খ্যাতিমান
ফুটবলার হাসান, আলমগীরসহ, অনেক তারকা ফুটবলার ও ওয়ার্ল্ড ফুটবলারস্ ফোরাম
এর ইমতিয়াজ জামান পারভেজ, ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
No comments