নাজিব রাজাকের বাড়িতে আবারো তল্লাশি
মালয়েশিয়ার
সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে আবারো তল্লাশি চালিয়েছে পুুলিশ।
শুক্রবার কুয়ালালামপুরে অবস্থিত ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার,
নগদ অর্থসহ কয়েকটি হাতব্যাগ জব্দ করা হয়। বহুল আলোচিত ১-এমডিবি দুর্নীতি
মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালায় পুলিশ। এ খবর দিয়েছে
বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, মালয়েশিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক অমর সিং বলেন, নাজিব রাজাকের বাড়ি থেকে ঠিক কি পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে তা আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। কেননা আমরা ব্যাগভর্তি জুয়েলারি জব্দ করেছি। তবে এর পরিমাণ অনেক বেশি। এর আগে বৃহস্পতিবার ভোররাতে নাজিব রাজাকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন বাড়িটি থেকে ট্রাকে করে কয়েকটি নীল রংয়েল বাক্স নিয়ে যায় পুলিশ। ৯ই মে’র ঐতিহাসিক নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপন জয় লাভ করে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ড. মাহাথির মোহাম্মদ। এর পরই সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার বাড়িতে মোতায়েন করা হয় পুলিশ। এক রকম অবরুদ্ধ করে রাখা হয় তাকে। এদিকে, কারাগার থেকে মুক্তি পাওয়া ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহীম বলেছেন, দ্রুতই নাজিবকে জেলে পাঠানো হতে পারে। সব মিলিয়ে নাজিবের জেলে যাওয়ার বিষয়টি এখন শুধুই সময়ের ব্যাপার।
খবরে বলা হয়, মালয়েশিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক অমর সিং বলেন, নাজিব রাজাকের বাড়ি থেকে ঠিক কি পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে তা আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। কেননা আমরা ব্যাগভর্তি জুয়েলারি জব্দ করেছি। তবে এর পরিমাণ অনেক বেশি। এর আগে বৃহস্পতিবার ভোররাতে নাজিব রাজাকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন বাড়িটি থেকে ট্রাকে করে কয়েকটি নীল রংয়েল বাক্স নিয়ে যায় পুলিশ। ৯ই মে’র ঐতিহাসিক নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপন জয় লাভ করে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ড. মাহাথির মোহাম্মদ। এর পরই সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার বাড়িতে মোতায়েন করা হয় পুলিশ। এক রকম অবরুদ্ধ করে রাখা হয় তাকে। এদিকে, কারাগার থেকে মুক্তি পাওয়া ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহীম বলেছেন, দ্রুতই নাজিবকে জেলে পাঠানো হতে পারে। সব মিলিয়ে নাজিবের জেলে যাওয়ার বিষয়টি এখন শুধুই সময়ের ব্যাপার।
No comments