‘ভূমি কুতুব’ গ্রেপ্তার

রাজউকের খাস জমি দখল ও অবৈধভাবে অর্থ আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হলেন ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দীন। গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনের সামনে থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল গ্রেপ্তার করে তাকে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য জানান, সরকারি জমি দখল ও অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা এক মামলায় কুতুব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। ভূমিমন্ত্রী শামসুজ্জামান শরীফের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুতুব। তিনি মন্ত্রণালয়ে ভূমি কুতুব হিসেবে পরিচিত। রাজধানীর গুলশানে ১০ কাঠা জমি ভুয়া আম মোক্তারনামা দেখিয়ে নিজের শ্বশুরের নামে হস্তান্তর করেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা মীর্জা জাহিদুল আলম কুতুব উদ্দীনকে আটক করেছেন। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন আদালত। জানা গেছে, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছয়গাঁও গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান কুতুব উদ্দীনের বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ রয়েছে। দুদক সূত্র জানায়, ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ওই সময় ভূমি মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তা কুতুব উদ্দীন অনিয়ম দুর্নীতিতে জড়ান। পাশাপাশি জমি দখলেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর থেকে কুতুব উদ্দীন অন্যদের কাছে ‘ভূমি কুতুব’ হিসেবেই পরিচিত হতে থাকেন। অর্থ লেনদেনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সরকারি খাস জমি তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন। এ সব অভিযোগে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তাকে গ্রেপ্তার করে দুদক। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তিনি কারাগার থেকে বের হন।

No comments

Powered by Blogger.