সিরিয়ায় ইসরাইলের প্রবল হামলা
সিরিয়ার
অভ্যন্তরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার প্রতিরক্ষা
ব্যাটারি, সেনা ঘাঁটি ও ইরানি অবস্থানগুলোর ওপর শনিবার এসব হামলা হয় বলে
ইসরাইলি সামরিক বাহিনী জানিরয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া
যায়নি। তবে এর ফলে আরো ব্যাপক সঙ্ঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কার সৃষ্টি
হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার বিমানবিধ্বংসী গোলায় তাদের
একটি এফ-১৬ জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার পর তারা এই হামলা চালায়। এ তাদের
আটটি জঙ্গিবিমান অংশ নেয়। সিরিয়া থেকে তাদের ভূখণ্ডে ইরানি ড্রোন অনুপ্রবেশ
করেছিল বলেও দাবি করেছে ইসরাইল। সিরিয়ায় ইরানের অবস্থান সংযত রাখতে সে
দেশে প্রায়ই ইসরাইল হামলা চালিয়ে থাকে। ১৯৮২ সালের পর এবারই সিরিয়ায় কোনো
ইসরাইলি বিমান বিধ্বস্ত হলো।
No comments