ইরানের ব্যাপারে এজন্য দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা!
মিউনিখ
নিরাপত্তা সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর
ম্যাকমাস্টারের বক্তব্যকে বিশ্বের জাতিগুলোর বিরুদ্ধে আমেরিকার প্রকাশ্য
হুমকি বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, এ বক্তব্য পাশ্চাত্যের সঙ্গে
ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতারও সুস্পষ্ট লঙ্ঘন। ম্যাকমাস্টার শনিবার
মিউনিখে ৫৪তম নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন
ঘটনাপ্রবাহে কথিত হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করে তেহরানের সঙ্গে
বাণিজ্য বন্ধ করে দিতে আমেরিকার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইরান
এর আগে এ অভিযোগ বহুবার অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মুখপাত্র বাহরাম কাসেমি ম্যাকমাস্টারের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে
বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক ব্যর্থতা মার্কিন সরকারকে উন্মাদ
করে ফেলেছে। আর এ কারণে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করতেও
দ্বিধা করছে না ওয়াশিংটন। কাসেমি বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু
হওয়ার পর ইরানে বিদেশি পুঁজি বিনিয়োগের ঢল নামায় মার্কিন প্রশাসন দিশেহারা
হয়ে পড়েছে। ওই সমঝোতার মাধ্যমে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে
যখন বিশ্বের বহু দেশ লাভবান হচ্ছিল তখন সে বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়ে
মার্কিন সরকার কার্যত সব দেশের বিরুদ্ধে হুমকি দিয়েছে বলেও কাসেমি মন্তব্য
করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার
পাশাপাশি দেশটির আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ
করবে না বলে ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ম্যাকমাস্টারের বক্তব্যে
আরেকবার প্রমাণিত হলো, আমেরিকা কোনো আন্তর্জাতিক চুক্তি মানে না এবং তার
ওপর আস্থা রাখা যায় না।
No comments