সেনা নিহতের জেরে ইসরাইলের তাণ্ডব
বিস্ফোরণে
দখলদার ইসরাইলের এক সেনা নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে
শনিবার গাজায় তাণ্ডব চালিয়েছে ইসরাইল। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের
অন্তত ১৮টি লক্ষ্যবস্তুতে বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে দখলদার
সেনারা। এতে অন্তত দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
শনিবার ভোরে ফিলিস্তিনের
অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের সীমান্তে ইসরাইলি সেনাদের একটি টহল
দলের কাছে বিস্ফোরণ ঘটে। এতে এক ইসরাইলি সেনা নিহত এবং দুজন আহত হন বলে
জানিয়েছে লেবাননের আল-মানার টিভি। তবে বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি
জানিয়েছে, বিস্ফোরণে ইসরাইলের চার সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর শনিবার দিনে
ও রাতে গাজায় হামাসের বিভিন্ন অবস্থানে কয়েক দফায় জঙ্গিবিমান ও ট্যাংক
থেকে বর্বর হামলা চালায় ইসরাইল। এরমধ্যে হামাসের অন্তত আটটি সামরিক অবস্থান
রয়েছে।
No comments