বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
শ্রমিকদের
বকেয়া মজুরির দাবিতে রোববার পাঁচ ঘণ্টা কাজ বন্ধ রাখার পর বেনাপোল
স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের (একাংশ) ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
প্রত্যাহার করে নেয়া হয়েছে। বন্দরের পরিচালক ও শ্রমিকদের মধ্যে বৈঠকে
ফলপ্রসূ আলোচনার পর শ্রমিকরা বেলা ২টা থেকে কাজে যোগ দেন।
এর আগ সকাল ১০টা
থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দরে লোড-আনলোড বন্ধ রাখেন শ্রমিকরা। বেনাপোল
বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সম্পাদক রাশেদ আলী জানান, বন্দরে
ম্যানুয়াল সাইটে পণ্য লোড-আনলোডে শ্রমিকদের মজুরি টনপ্রতি সাড়ে ১৭ টাকা। গত
তিন মাস ধরে তারা কোনো মজুরি পাচ্ছেন না। বকেয়া মজুরি না পাওয়ায় তারা
সকালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। পরে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে
কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়েছে।
No comments