জর্দানের বাদশাহর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ইরান
ইরানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি,
স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করা হচ্ছে তার দেশের মূলনীতি।
জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যের
প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোববার রাতে এ মন্তব্য করেন পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বাদশাহ আব্দুল্লাহর বক্তব্যকে
বাস্তবতার পরিপন্থী হিসেবে উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যের জনগণ এ অঞ্চলে
স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা পোষণ করে জর্দানের
বাদশাহ তার বিপরীত বক্তব্য দিয়েছেন।
বাদশাহ আব্দুল্লাহ সম্প্রতি সিএনএনকে
দেয়া এক সাক্ষাৎকারে কয়েকটি আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে তার ভাষায়
হস্তক্ষেপের জন্য ইরানকে দায়ী করেন। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় কাসেমি বলেন,
এ ধরনের অন্যায় বক্তব্য দিয়ে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও
স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে উপেক্ষা করা যাবে
না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমান স্পর্শকাতর
পরিস্থিতিতে এ ধরনের বাস্তবতা-বিবর্জিত বক্তব্য কেবল আগ্রাসী ও দখলদার
শক্তিগুলোকেই খুশি করবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব ও
অর্থনৈতিক উন্নতি হোক এসব শক্তি তা চায় না বলে তিনি উল্লেখ করেন।
No comments