হেফাজত আমিরের সঙ্গে বাইতুল মুকাদ্দাস খতিবের বৈঠক
হেফাজতে
ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য
সাক্ষাৎ করেছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের খতিব আল্লামা ড. আবু উমর
ইয়াকুব আল আব্বাসী। পরে তিনি দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা
পরিদর্শন করেন। রোববার সন্ধ্যায় তিনি মাদ্রাসায় এসে পৌঁছলে মাদ্রাসার
শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভ্যর্থনা জানান এবং সম্মাননা স্মারক প্রদান
করেন। তিনি মাদ্রাসায় প্রবেশ করে প্রথমে হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য
সাক্ষাতে মিলিত হন। পরে তিনি মাদ্রাসার সদ্যনির্মিত বড় মসজিদে মাগরিবের
নামাজের ইমামতি করেন। নামাজ আদায় শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে
আরবিতে বক্তব্য রাখেন।
এ সময় তার পাশে মঞ্চে বসে বাংলায় তরজমা করেন
হাটহাজারী মাদ্রসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, মহানবী
হজরত মুহাম্মদ (স.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তিনি এ পৃথিবী থেকে বিদায়
নেওয়ার পর তার উত্তরসূরিদের ওপর দায়িত্ব অর্পিত হয় তাবলিগের মাধ্যমে
ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার। এরই ধারাবাহিকতায় দাওয়াতে তাবলিগের মাধ্যমে
ভারতবর্ষে প্রতিষ্ঠা লাভ করে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আর ওই
দেওবন্দ মাদ্রাসার আদলে কয়েক যুগ পরে প্রতিষ্ঠা লাভ করে হাটহাজারী
মাদ্রাসা। রাত সাড়ে ৮টার দিকে তিনি মাদ্রাসায় নৈশভোজে অংশ নেন বলে জানান
হেফাজত আমিরের তনয় ও মাদ্রাসার সহকারী শিক্ষক সচিব আনাস মাদানী। নৈশভোজ
শেষে রাত ৯টার দিকে তিনি চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার তিনি বাংলাদেশে আসেন। গত দুই দিন তিনি কক্সবাজার এলাকায়
বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন
এবং হেফাজতের শানে রেসালাত সম্মেলনে অংশ নেন।
No comments