কাবুলের মিলিটারি একাডেমিতে হামলায় নিহত ৫ সেনা
আফগানিস্তানের
রাজধানী কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে বন্দুকধারীরা হামলা
চালিয়েছে। সোমবার ভোর ৫টায় শুরু হওয়া এ হামলায় পাঁচ আফগান সেনা নিহত ও ১০
জন আহত হয়েছেন। পাল্টা অভিযানে হামলাকারী তিন বন্দুকধারী নিহত ও একজন আটক
হয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তাদের প্রচারণা সাইট আমাকে এ হামলার দায়
স্বীকার করেছে। গত কয়েক দিনে কাবুলে চালানো তৃতীয় বৃহৎ হামলা এটি। আফগান
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, শনিবার সকালে আফগান
সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন আক্রান্ত হয়েছে। পাঁচ ব্যক্তি হামলা চালিয়েছে।
এর মধ্যে দুজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছেন। দুজন
আফগান সেনাদের গুলিতে নিহত হয়েছেন এবং একজন ধরা পড়েছেন। তিনি আরও বলেন,
হামলাকারীদের সঙ্গে আফগান সেনাদের লড়াইয়ের অবসান ঘটেছে।
তবে
দুর্ভাগ্যজনকভাবে এ হামলায় আমরা পাঁচ সেনাকে হারিয়েছি এবং ১০ জন আহত
হয়েছেন। ওয়াজিরি জানান, আফগান সেনারা হামলাকারীদের কাছ থেকে একটি রকেট,দুটি
কালাশনিকভ রাইফেল ও একটি আত্মঘাতী জ্যাকেট জব্দ করেছে। আফগানিস্তানের
নিরাপত্তা কর্মকর্তারা জানান, ভোরে কাবুল সিটি সেন্টারের পশ্চিম দিকে
অবস্থিত মিলিটারি একাডেমির সংলগ্ন সেনা ব্যাটালিয়ানে এ হামলা চালায়
বন্দুকধারীরা। তারা একাডেমির ভেতরে প্রবেশ করতে চেষ্টা করলে নিরাপত্তা
বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে। কাবুল পুলিশের
মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীরা রকেট ছুড়ে
ও গুলিবর্ষণ করে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, ভোর ৫টার
দিকে তারা মিলিটারি একাডেমিতে বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শুনেছেন। কাবুলে
অ্যাম্বুলেন্স হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার একদিন পর এ হামলা
চালানো হল। ওই হামলার দায় স্বীকার করেছিল তালেবান। কাবুলের এ মিলিটারি
একাডেমিতে আফগান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
এটি বহুদিন ধরেই জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্যবস্তু ছিল। গত বছরের অক্টোবরেই এ
মার্শাল ফাহিম সামরিক একাডেমির বাইরে এক বিস্ফোরণে ১৫ সামরিক ক্যাডেট নিহত
হন।
No comments