অনার্স কোর্স চালু করার আবেদন
মেলান্দহ
সরকারি কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য
জনাব সফিকুল ইসলাম খোকার প্রচেষ্টায় তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ
এরশাদের আমলে ১ জুলাই ১৯৮৭ তারিখ থেকে কলেজটি জাতীয়করণ করা হয়। শুরু হয়
সরকারি মেলান্দহ কলেজের নতুন যাত্রা। সেই সময় কলেজটিতে ছাত্রছাত্রী ছিল
অনেক।
বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়
শিক্ষা শাখা চালু আছে, আরও চালু আছে ডিগ্রি (পাস) কোর্স। কিন্তু এই সরকারি
কলেজটিতে অনার্স কোর্স চালু না থাকায় এ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার
জন্য দূর-দূরান্তের কলেজে যেতে হচ্ছে। কিন্তু অর্থের অভাবে অনেক মেধাবী
শিক্ষার্থী দূরে গিয়ে পড়ালেখা করতে পারে না। এ অবস্থায় মেলান্দহবাসীর পক্ষ
থেকে, মেলান্দহ সরকারি কলেজে অনার্স কোর্স চালু করার জন্য ঊর্ধ্বতন
কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
এলাকাবাসীর পক্ষে-
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর
এলাকাবাসীর পক্ষে-
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর
No comments