এশিয়া সফরে আসছেন উবারপ্রধান
এশিয়া
অঞ্চলে প্রতিষ্ঠানটির আরও উন্নয়নের লক্ষ্যেই সফরে আসছেন উবারপ্রধান দারা
খোশরোওশাহি। অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবারের প্রধান
নির্বাহী কর্মকর্তা দারা খোশরোওশাহি এশিয়ায় প্রথমবারের মতো সফরে আসছেন। ১৯
ফেব্রুয়ারি শুরু করা এই সফরে খোশরোওশাহি জাপান ও ভারত সফর করবেন।
এশিয়া
অঞ্চলে প্রতিষ্ঠানটিকে বিতর্কিত অবস্থা থেকে মুক্ত করে আরও উন্নয়নের
লক্ষ্যেই তিনি এই সফরে আসছেন। উবারের একজন মুখপাত্র জানিয়েছেন, এই সফরে
দারা খোশরোওশাহি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, ব্যবসায়িক
অংশীদার আর কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। উবারের জন্য এশিয়া একটি
গুরুত্বপূর্ণ বাজার। চলতি বছর থেকে এ অঞ্চলে বিনিয়োগ বাড়াতে কাজ করছে
প্রতিষ্ঠানটি। উবারের এশিয়া প্রধান ব্রুকস এন্টউইস্টল ব্যবসা জোরদারে কাজ
করছেন। দারা খোশরোওশাহির সফর তার চেষ্টাকে সমর্থন জোগাবে বলেও খবরে জানানো
হয়েছে। বিডিনিউজ -আইটি ডেস্ক
No comments