এটিএম মেশিনে তাকালেই আসবে টাকা!

বর্তমানে এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে ও গোপন নম্বর ব্যবহার করে টাকা তুলতে হয়। কিন্তু এবার টাকা তুলতে আর কার্ড লাগবে না। শুধু মেশিনের দিকে তাকিয়ে থাকলেই টাকা বেরিয়ে আপনার হাতে চলে আসবে। কয়েক মাসের মধ্যেই এ সুবিধা পাবেন গ্রাহকরা। ভারতের চেন্নাইয়ে এ ধরনের এটিএম পরিষেবা চালু করতে চলেছে বেসরকারি একটি ব্যাংক। পরে দেশের অন্য স্থানেও এ পরিষেবা চালু করা হবে বলে জানা গেছে। কলকাতা টোয়েন্টিফোর এক প্রতিবেদনে জানায়, ব্যাপারটা আসলে কিছুই না। এটিএম মেশিনের বায়োমেট্রিক আই-পিস আপনার চোখের মণিকে স্ক্যান করে নেবে। তারপর আপনি যদি সেই নির্দিষ্ট ব্যক্তি হন, তখন টাকা বেরিয়ে আসবে। ফলে কোনো কার্ড বা পিনের প্রয়োজন পড়বে না। এ পদ্ধতির কারণে কেউ কার্ড জালিয়াতির ঘটনাও ঘটাতে পারবে না।

No comments

Powered by Blogger.