শরীয়তপুরে জুয়ার আসর থেকে প্যানেল মেয়র গ্রেফতার
জুয়ার আসর থেকে শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়রসহ ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় দুই লাখ টাকা চার বান্ডেল তাস উদ্ধার করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের শহরের শামীম প্লাজা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারী, বাচ্চু বেপারীর ছোটবোন জামাই ঠিকাদার শামীম সরদার, হাছান বেপারী, তেল ব্যবসায়ী ফারুক তালুকদার, ঠিকাদার মো. মানিক শেখ, জোরাল তালুকদার, জলিল বেপারী। ডিবি পুলিশের পরিদর্শক সুব্রত কুমার সাহা বলেন, সোমবার সকালে গ্রেফতারকৃত প্যানেল মেয়রসহ সাতজনকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। শরীয়তপুরের ডিবি পুলিশের এসআই এনামুল হক যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের পালং বাজারের শামীম প্লাজা তৃতীয় তলায় জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জুয়ার আসর থেকে নগদ ২ লাখ টাকা ৪ বান্ডিল তাস উদ্ধার করা হয়েছে। তাদের অফিস নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. শাহজাহান বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। শরীয়তপুর বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, দীর্ঘদিন ধরে ওই শামীম প্লাজায় জুয়া খেলা চলছে। অবশেষে শহরের বড় বড় জুয়ারীদের গ্রেফতার করায় আমরা সন্তোষ প্রকাশ করছি।
No comments