ডিসি পার্কের লেকে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের লাশ
নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জের তাহিরপুরে ডিসি পার্কের লেক থেকে পর্যটক ওয়াহিদ পলিনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডিসি পার্কের শহীদ সিরাজ বীরউত্তম লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়াহিদ পলিন ঢাকার মতিঝিল ডিপিসি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা মো. মোস্তফা কামালের ছেলে। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজুড় গ্রামে। জানা গেছে, রাজধানী ঢাকায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাহিদ, মারুফ হোসেন, ওয়াহিদ পলিন, রুশনী ও বাঁধন টাঙ্গুয়ার হাওরে শুক্রবার ভ্রমণে যান। শনিবার দুপুরে শরীরে টায়ার নিয়ে তারা টেকেরঘাট সীমান্তের জিরো লাইন বরাবর ডিসি পার্কের শহীদ সিরাজ বীর উত্তম লেকে গোসল করতে নামেন। গোসল শেষে ৪ বন্ধু তীরে উঠলেও ওয়াহিদ পলিন সাঁতার না জানায় লেকে ডুবে নিখোঁজ হন। এরপরই পুলিশ-বিজিবি ও সিলেটে ফায়ার সার্ভিস স্টেশন ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। এতে পলিনের কোনো সন্ধান না পেয়ে রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডিসি পার্কের শহীদ সিরাজ বীরউত্তম লেকে ভেসে ওঠে পলিনের লাশ। ছেলের লাশের পাশে পলিনের বাবা মো. মোস্তফা কামাল বিলাপ করে বলছিলেন, 'পরিবারের সবাইকে বলে এসেছি ছেলেকে ফিরিয়ে নিয়ে যাব। তার মাকে এখনো ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি। এ ব্যাপারে তাহিরপুরের টেকেরঘাটের ঘটনাস্থল থাকা টাঙ্গুয়ার হাওরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ যুগান্তরকে জানান, নিহতের পরিবারের ইচ্ছানুযায়ী ময়নাতদন্ত শেষে পলিনের লাশ বাবার কাছে হস্তান্তর করা হবে।
No comments