গাজাকে মুছে ফেলার দাবি তোলা ব্যক্তিই ইইউ প্রতিনিধি
ফিলিস্তিনের চরম বিদ্বেষী এক ইসরাইলিকে নিজেদের প্রমোশনাল ক্যাম্পেইনের জন্য প্রতিনিধি নির্বাচন করেছে ইউরোপীয় ইউনিয়ন। আভিশাই ইভরি নামের ওই ব্যক্তি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (টুইটার) মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলার দাবি তুলেছিলেন। ইভরি ইউরোপীয় ইউনিয়ন ও ইসরাইলের মধ্যে সম্পোর্কন্নয়নে কাজ করবেন। এদিকে মুসলিমদের চরম বিদ্বেষী ওই ব্যক্তিকে নিজেদের প্রতিনিধি নির্বাচন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। খবর মিডলইস্ট মনিটরের। কেবল গাজাকে মুছে ফেলার দাবি জানিয়েই থেমে থাকেননি বিতর্কিত ব্যক্তি ইভরি। তিনি ২০১২ সালের নভেম্বরে গাজায় ইসরাইলি হামলার ঘটনায় টুইট করেছিলেন, আমাদের একজনের মৃত্যুতে অন্তত ১ হাজার আরবের মৃত্যু নিশ্চিত করতে হবে। এই সময়েই অপর এক টুইটে তিনি দাবি করেছিলেন, 'ফাক ইট, গাজাকে মুছে ফেল'। অপর এক বিতর্কিত টুইট বার্তায় ইভরি প্রশ্ন তুলেন, ফিলিস্তিনিরা কোন জাতি? তারা হচ্ছে নোংরা আবর্জনা।
No comments