প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৬ আগস্ট
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৬ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দিতে না পারায় ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন নতুন এ দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)। পরে এ ঘটনায় নিহত নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের সাত সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়।
No comments