নওগাঁয় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
নওগাঁর মান্দা উপজেলায় মনছুর সরদার (৩৫) নামে মাদরাসার এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মনছুর উপজেলার ভালাইন গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ভালাইন ইসলামীয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার আবাসিক হোস্টেলে অস্থায়ী ভিত্তিতে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। স্থানীয়রা জানান, ওই মাদরাসার আবাসিকে ৩৫/৪০ জন শিক্ষার্থী থাকে। সোমবার রাতের খাবার খেয়ে মাদরাসার বারন্দায় শুয়ে ছিলেন মনসুর। রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে বিষয়টি দেখে থানা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ এসে মনছুরকে গুরতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পরিবারটি খুবই দরিদ্র। পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, হত্যাকাণ্ডের সময় অন্ধকারে একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের ছোটভাই মজিদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত নামে থানায় মামলা করেন। এ হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
No comments