জার্মানিতে যাত্রীবাহী বাসে লরির ধাক্কায় নিহত ১৮
জার্মানির বাভারিয়া রাজ্যে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি জানায়, সোমবার সকালে দক্ষিণ জার্মানির বাভারিয়া অঞ্চলের মুঞ্চবার্গ এলাকার বাস ও লরির মধ্যে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। জার্মানির স্যাক্সোনা থেকে দেশটির পেনশনভোগীরা বাসটিতে করে ঘুরতে বের হয়েছিলেন। বাসটি জার্মানির নুরেমবার্গের উদ্দেশে যাত্রা করেছিল। জ্বলন্ত বাস থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে উড়োজাহাজ ব্যবহার করা হয়। দুর্ঘটনার কারণে নুরেমবার্গের দিকে যাওয়ার রাস্তা সাময়িক বন্ধ হয়ে যায়। কী কারণে বাস ও লরির মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি। ওই সময় ট্রাফিকও স্বাভাবিক ছিল। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বাসটিতে ৪৬ যাত্রী এবং দু’জন চালক ছিলেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পৌঁছাতেই বাসটি পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনাস্থলেই একজন চালক নিহত হয়েছেন। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
No comments