'বিস্ফোরিত বয়লারটি মেয়াদোত্তীর্ণ'
গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় বিস্ফোরিত বয়লারটি মেয়াদোত্তীর্ণ ছিল বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ওই পোশাক কারখানায় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। সোমবার রাতের ওই বিস্ফোরণের ঘঠনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে গাজীপুর জেলা প্রশাসন। ওই কমিটির সদস্যরা আজ দুপুরে পোশাক কারখানাটি পরিদর্শন করেন। এসময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, গত ২৪ জুন পর্যন্ত এ বয়লারটি মেয়াদ ছিল। কিন্তু এরপর বয়লারটি নবায়ন করা হয়নি। তবে তিনি বলেন, 'কেবলমাত্র নবায়ন না করার কারণে বয়লারটি বিস্ফোরিত হতে পারে তা আমি মনে করি না। তারপরও এটি কারণ হিসেবে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।' তিনি আরও জানান, তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ নির্ণয় করার জন্য তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করছে। শিগগিরই দুর্ঘটনার কারণ নির্ণয় করা সম্ভব হবে। উল্লেখ্য, সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১০ জন শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক আহত হন।
No comments