খালেদার অফিসে তল্লাশির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।আজ সকাল ৯টার দিকে মিছিলটি কাটাবন মোড় থেকে শুরু হয়ে পি'জি হাসপাতালের বর্হিবিভাগের সামনে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়। মিছিলে উপস্তিত ছিলেন সহসভাপতি মোঃ আলমগীর কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হাফিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক আবু তাহের।যুগ্ম সম্পাদক শাহ্ নাওয়াজ, সাইফুজ্জামান, রিয়াদ মোহাম্মাদ ইকবাল হোসেন।সহ-সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ।সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আল আমিন, মোহাম্মাদ হারুনুজ্জামান, শেখ শামিম আহমেদ, ঢাবি ছাত্রনেতা আবুবক্কার গাজী আরিফ, সাইফুল ইসলাম মহসিন, আলতাফ হোসেন, আতাউর রহমান খান, তবিবুর রহমান সাগর,
মাসুদুল ইসলাম সাইফুর রহমান, মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিহাদুল ইসলাম রঞ্জু, রাশেদুল ইসলাম রাসেল, মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সোহেল, সাদ্দাম হোসেন, সদস্য সোহেল। স্যার এ এফ রহমান হলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, হাবিব আল রাকিব। সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম আহবায়ক নাদির শাহ পাটোয়ারি , রিয়াদ রহমান, মোজাম্মেল হোসেন রায়হান। এস এম হলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুর রহমান রনি,রাজু আহম্মদ, মোহাম্মদ নাহিদুজ্জামান। সদস্য আল আমিন, আব্দুর রহমান। বিজয় একাত্তর হল ছাত্রদল নেতা সোহেল, আজমির হোসেন আখিঁ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতা ও কর্মী। বক্তারা সমাবেশ বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার যদি আবার এমন কিছু করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে তার সমুচিত জবাব দিবে। একইসাথে বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
No comments