সৌদি বাদশার সঙ্গে ট্রাম্পের 'তলোয়ার' না
প্রথম বিদেশ সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে ঐতিহাসিক এক নৃত্যে অংশ নিয়েছেন। শনিবার রাতে বাদশাহ আব্দুল্লাহ আজিজ সাংস্কৃতিক কেন্দ্রে সৌদি আরবের ঐতিহ্যবাহী ‘আরধা নাচে’ অংশ নেন ট্রাম্প। খবর আল-অ্যারাবিয়ার। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং হোয়াইট হাউজে ট্রাম্পের প্রধান কৌশলগত উপদেষ্টা স্টিভ ব্যাননসহ অন্যান্য কূটনীতিকরাও তাদের সঙ্গে এই নাচে অংশ নেন। এক লাইনের বিশেষ কবিতা পাঠের মাধ্যমে ‘আরধা নাচ’ হয়ে থাকে। এ সময় ঢোলের তালে তালে পুনঃরায় কবিতা পাঠ করা হয়। আর জাতীয় অনুষ্ঠান হিসেবে সবাই তরবারি প্রদর্শন করেন। ট্রাম্পকেও এই রীতি অনুসরণ করে উৎফুল্ল চিত্তে নাচতে দেখা গেছে। তবে এ সময় তার হাতে কোনো তরবারি ছিল না। সৌদি আরবে এই নাচের মাধ্যমে নৃত্যকারীরা তাদের আনন্দ ও গর্ব প্রকাশ করে থাকেন। একই সঙ্গে বাদশাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন। সাধারণত সৌদি সেনাবহিনীর কোনো অর্জন উদযাপনে 'আরধা নাচ' হয়ে থাকে। তবে ইদানিং দেশটির বিশেষ অনুষ্ঠান বা উৎসবেও এ নাচ জনপ্রিয়তা লাভ করেছে।
No comments