কচি খন্দকারের নাটকে মোশাররফ করিম
ঈদ উপলক্ষে নতুন একটি কমেডি নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় টিভি অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার। সামাজিক বক্তব্যধর্মী এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকের নাম ‘মানুষ-অমানুষ।’এতে মোশাররফ করিমকে এক ভবঘুরে চরিত্রে দেখা যাবে। নাটকটির গল্পে দেখা যাবে, পড়াশোনা শেষ করে হন্যে হয়ে চাকরি খোঁজে মোশাররফ করিম। কিন্তু চাকরি পায় না। এ কারণে তার বাবা-মা বিরক্ত। একপর্যায়ে তার মনে হয় এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই। সে সিদ্ধান্ত নেয় পরিবার, সমাজসহ সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঘুরে ঘুরে শুধু মানুষের কথা শুনবে। এভাবে সে অপরিচিত মানুষের সঙ্গে মিশতে শুরু করে। এক সময় তার উপলব্ধি হয় জীবনেরও কোনো মূল্য নেই।
সময় পার করাটাই মুখ্য বিষয়। নাটকটি প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে নাটকটির গল্প। এতে সমাজের বহুবিধ সমস্যা তুলে ধরা হয়েছে। মোশাররফ করিম তার চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।’ মোশাররফ করিম বলেন, ‘ঈদের জন্য অনেক নাটকেই অভিনয় করছি। এটিও তার অন্যতম। নাটকটি ফানি হলেও এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যা মানুষকে জীবন সম্পর্কে উপলব্ধি করার ইঙ্গিত দেবে।’ এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। আরও রয়েছেন আলভি আহমেদ, আফরোজা হোসেন, সিদ্দিক মাস্টারসহ অনেকে। বৈশাখী টিভির ঈদ আয়োজনে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
No comments