অভিযানের প্রস্তুতি র্যাবের, ১৪৪ ধারা জারি
নরসিংদী সদরের গাবতলীর 'জঙ্গি আস্তানা'য় অভিযান পরিচালনার প্রস্তুতি শেষ করেছে র্যাব। অল্প সময়ের মধ্যেই এ অভিযান শুরু হবে। নারায়ণগঞ্জ থেকে র্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে র্যাব সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম সাংবাদিকদের জানান, অভিযানটি পুরোপরি র্যাব কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি মাত্র। অভিযান ঘিরে জননিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকে ওই এলাকার ৫শ' গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম ফয়জুল হক জানান, জননিরাপত্তা ও অভিযানের সুবিধার্থে এলাকার চারপাশে ৫শ' গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে দুবাই প্রবাসীর একটি বাড়ি শনিবার বিকাল থেকে ঘিরে রাখে র্যাব ১১-এর সদস্যরা। নব্য জেএমবির ৫ থেকে ৬ জনের একটি দল অবস্থান নিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যে শনিবার বিকালে বাড়ির মালিক প্রবাসী মঈন উদ্দীনের ছোট ভাই জাকারিয়াকে আটক করেছে র্যাব।
No comments