সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রীক মূর্তি না সরালে দুর্বার আন্দোলন: বাবুনগরী
বাংলাদেশের
সুপ্রিম কোর্টের সামনে গ্রীক দেবীর মূর্তি অবিলম্বে সরিয়ে কুরআনের প্রতীক
বসানোর আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
তিনি শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খেদমতে কুরআন পরিষদের উদ্যোগে শহরের ভানুগাছ সড়কে রেলওয়ে মাঠে আয়োজিত দুইদিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে একথা বলেন। দুইদিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম চৌধুরী, শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আব্দুল হামিদ, মাওলানা শায়খ সৈয়দ মুজাদ্দিদ আলী, আলহাজ এসএম ইয়াহইয়া, আলহাজ্ব ডা. কামাল হোসাইন চৌধুরী।
জুনাইদ বাবুনগরী বলেন-‘ন্যায় বিচারের প্রতীক পবিত্র কুরআন, গ্রীক দেবীর মূর্তি নয়। সুপ্রিম কোর্টের মূর্তি অবিলম্বে সরিয়ে ধর্মীয় মূল্যবোধের সাথে মিল হয় এমন ভাস্কর্য (কুরআনের প্রতীক) অনতিবিলম্বে বসাতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয় সংসদসহ সব জায়গায় একমাত্র আল্লাহর আইনই চলবে।
‘পর্দা, হিজাব, বোরকাধারী এবং পাঞ্জাবি টুপিধারীদের যারা জঙ্গী বলে মূলত: তারাই জঙ্গী। ইসলাম রক্ষার একমাত্র দুর্গ হল কওমি মাদরাসা। কওমি মাদরাসা জঙ্গী প্রজনন কেন্দ্র নয় বরং ইলম চর্চা ও দ্বীন প্রচারের বলিষ্ট কেন্দ্র। জঙ্গী-সন্ত্রাস মাদরাসায় তৈরি হয় না। এসব কওমি মাদরাসায় খাঁটি আলেম ও সুনাগরিক তৈরি হয়। তিনি বলেন, ‘জালিম সরকার ছিল ফেরাউন,নমরুদ। তারা এক সময় ধ্বংস হয়েছে। এখনো যারা জুলম নির্যাতন করবে তারাও একদিন ধ্বংস হবে। কবরে ও হাশরে কোন দল বা নেতার পরিচয় কাজে আসবে না। ক্ষমতার বাহাদুরি কেবল মাটির উপরেই। কাজেই জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, ইসলাম জাতির কল্যাণে কাজ করতে হবে’।
শ্রীমঙ্গল খেদমতে কুরআন পরিষদের সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর কবিরের পরিচালনায় দু’দিনের এ মহাসম্মেলনে আরও তাফসির পেশ করেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী, মুফতি মুজিবুর, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ইসমাঈল বিন ইব্রাহিম, মাওলানা মুফতি ইউসুফ বিন সিরাজ, মাওলানা নুরে আলম হামিদী, মাওলানা নজমুদ্দিন কাশেমী, মাওলানা তাফহিমুল হক, মাওলানা নুরুল মুত্তাকিন প্রমুখ।
তিনি শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খেদমতে কুরআন পরিষদের উদ্যোগে শহরের ভানুগাছ সড়কে রেলওয়ে মাঠে আয়োজিত দুইদিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে একথা বলেন। দুইদিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম চৌধুরী, শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আব্দুল হামিদ, মাওলানা শায়খ সৈয়দ মুজাদ্দিদ আলী, আলহাজ এসএম ইয়াহইয়া, আলহাজ্ব ডা. কামাল হোসাইন চৌধুরী।
জুনাইদ বাবুনগরী বলেন-‘ন্যায় বিচারের প্রতীক পবিত্র কুরআন, গ্রীক দেবীর মূর্তি নয়। সুপ্রিম কোর্টের মূর্তি অবিলম্বে সরিয়ে ধর্মীয় মূল্যবোধের সাথে মিল হয় এমন ভাস্কর্য (কুরআনের প্রতীক) অনতিবিলম্বে বসাতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয় সংসদসহ সব জায়গায় একমাত্র আল্লাহর আইনই চলবে।
‘পর্দা, হিজাব, বোরকাধারী এবং পাঞ্জাবি টুপিধারীদের যারা জঙ্গী বলে মূলত: তারাই জঙ্গী। ইসলাম রক্ষার একমাত্র দুর্গ হল কওমি মাদরাসা। কওমি মাদরাসা জঙ্গী প্রজনন কেন্দ্র নয় বরং ইলম চর্চা ও দ্বীন প্রচারের বলিষ্ট কেন্দ্র। জঙ্গী-সন্ত্রাস মাদরাসায় তৈরি হয় না। এসব কওমি মাদরাসায় খাঁটি আলেম ও সুনাগরিক তৈরি হয়। তিনি বলেন, ‘জালিম সরকার ছিল ফেরাউন,নমরুদ। তারা এক সময় ধ্বংস হয়েছে। এখনো যারা জুলম নির্যাতন করবে তারাও একদিন ধ্বংস হবে। কবরে ও হাশরে কোন দল বা নেতার পরিচয় কাজে আসবে না। ক্ষমতার বাহাদুরি কেবল মাটির উপরেই। কাজেই জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, ইসলাম জাতির কল্যাণে কাজ করতে হবে’।
শ্রীমঙ্গল খেদমতে কুরআন পরিষদের সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর কবিরের পরিচালনায় দু’দিনের এ মহাসম্মেলনে আরও তাফসির পেশ করেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী, মুফতি মুজিবুর, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ইসমাঈল বিন ইব্রাহিম, মাওলানা মুফতি ইউসুফ বিন সিরাজ, মাওলানা নুরে আলম হামিদী, মাওলানা নজমুদ্দিন কাশেমী, মাওলানা তাফহিমুল হক, মাওলানা নুরুল মুত্তাকিন প্রমুখ।
No comments