অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান
অসহিষ্ণুতা
নিয়ে বিতর্ক শুরুর পর থেকেই বলিউড ‘খান’দের দিকে সতর্ক নজর সবার। এরই
মধ্যে এ বিতর্কে আমির খানকে নিয়ে ভারতের পার্লামেন্টে পর্যন্ত বিতর্ক
হয়েছে। তবে সেই বিতর্ক শেষ হতে না হতেই একই ইস্যুতে মুখ খুললেন বলিউড বাদশা
বলে পরিচিত শাহরুখ খান। তিনি বললেন, আমি যখন সাক্ষাৎকার দিই তখন আমার
চিন্তাচেতনা পরিষ্কার রাখি। আমরা যা পেয়েছি তা এই দেশের জন্য। তাই ধর্মীয়
অসহিষ্ণুতা নিয়ে কেউ অভিযোগ করতে পারেন না। অভিযোগ করার কিছু নেই আমার
কাছে। বলিউডের এই সুপারস্টার মাঝেমাঝেই সামাজিক মিডিয়ায় তার বাচ্চার
সম্পর্কে পোস্ট দেন। এতে তিনি যোগ করেন যে, বাচ্চাকে তিনি বলে দিয়েছেন ধর্ম
নিয়ে কোন জাজমেন্ট না দিতে। এসব স্বাভাবিক বিষয়। তিনি আরও পরিষ্কার করেন
যে, মাঝে মাঝে লোকজন ভুলভাবে তাকে উদ্ধৃত করে। এর অর্থ এই নয় যে, ভারতে তার
বিরুদ্ধে অসহিষ্ণু আচরণ রয়েছে। তবে আমির খান গিয়েছেন তার বিপরীতে। তিনি
সম্প্রতি এক ইভেন্টে বলেছেন, ভারতে অসহিষ্ণুতা বৃদ্ধিতে তিনি উদ্বিগ্ন।
এজন্য তাদের সন্তানের ভবিষ্যতের জন্য তার স্ত্রী কিরণ রাও বাইরে চলে যাওয়ার
দাবি তোলেন। এ বক্তব্য দেয়ার পর তার তীব্র সমালোচনা করা হয়। তাকে দেশ ছেড়ে
পাকিস্তানে চলে যেতে বলা হয় কোন কোন মহল থেকে। এ মাসের শুরুর দিকে
‘অসহিষ্ণুতা বাড়ছে’ এমন মন্তব্য করেছিলেন শাহরুখ খান। তাকেও একই রকম
রাজনৈতিক ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
No comments