‘বাদামি বাক্সে বন্দি জীবন’
ব্যাগ
গোছাচ্ছেন রবার্ট গিবসন। বৃটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে প্রায় চার বছর
ধরে আছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ওই বৃটিশ দূত বিশ্বের
বিভিন্ন দেশে দূতিয়ালি করেছেন। ঢাকায় এর আগেও ছিলেন। কিন্তু এবার ছিলেন
ভিন্ন মেজাজে। জ্যেষ্ঠ কূটনীতিক হওয়ায় এখানে কূটনৈতিক কোরের ডিনের দায়িত্বও
পেয়েছিলেন তিনি। ঢাকাই ছিল তার পেশাগত জীবনের শেষ পোস্টিং। তিনি অবসরে
যাচ্ছেন। পেশাগত জীবন এবং ঢাকার দায়িত্ব পালন শেষে চলতি মাসের মাঝামাঝিতে
নিজ ভূমের উদ্দেশে পাড়ি দেবেন তিনি। তাই বিদায় বেলা খানিকটা আপ্লুত ওই দূত।
গতকাল এক টুইট বার্তায় নিজের ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর একটি
ছবি পোস্ট করেছেন রবার্ট গিবসন। বাদামি রঙে বিভিন্ন সাইজের বাক্সে তার
নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র প্যাকেট করা হয়েছে। সেই প্যাকেটের প্রতি নির্দেশ
করে আবেগঘন একটি লাইন লিখেছেন পোড় খাওয়া ওই কূটনীতিক। বলেছে- ‘ঝকঝকে বাদামি
বাক্সে বন্দি যেন আমার জীবন।’ ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের কর্মকর্তারা
মানবজমিনকে জানিয়েছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ দেশের বিভিন্ন পর্যায়ের
প্রতিনিধির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ এরই মধ্যে সেরে ফেলেছেন হাইকমিশনার
গিবসন। তিনি তার ওপর অর্পিত কূটনৈতিক কোরের দায়িত্বও পরবর্তী ডিনের কাছে
বুঝিয়ে দিয়েছেন। বৃটিশ দূত হিসেবে ঢাকায় যিনি তার উত্তরসূরি হবেন তার নাম
ঘোষণা হয়ে গেছে। তবে ইসলামাবাদ ছেড়ে এখানে যোগ দিতে আরও কিছুটা সময় লাগতে
পারে তার। সে হিসেবে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দিয়েই লন্ডনের
বিমানে ওঠতে যাচ্ছেন পোড় খাওয়া ওই বৃটিশ দূত।
No comments