ভেনিজুয়েলায় বাম শাসনের অবসান
ভেনিজুয়েলায় ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা সমাজতন্ত্রীদের প্রথমবারের মতো সংসদ নির্বাচনে হারিয়ে জয়ী হয়েছে দেশটির ডানপন্থী বিরোধী জোট। সোমবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিরোধী জোট ডেমোক্রেটিক ইউনিটি ৯৯টি আসনে জয়লাভ করে। এর মধ্য দিয়ে তেলসমৃদ্ধ দেশে হুগো শ্যাভেজ ১৯৯৯ সালে ক্ষমতারোহণের মধ্য দিয়ে যে সমাজতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল তার অবসান হতে চলেছে। এএফপি ও সিএনএনের। জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রধান টিবিসে লুসিনা জানান, নির্বাচনে মধ্য-ডানপন্থী এমইউডি জোট ১৬৭টি আসনের মধ্যে ৯৯টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রেসিডেন্ট মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলা ৪৬টি আসনে জয়ী হয়েছে। এ ঘোষণার পরই বিরোধী প্রধান জেলা কারাকাসে আতশবাজি করে উল্লাস করে নির্বাচনে বিজয়ীরা। এমইউডি’র এক জ্যেষ্ঠ নেতা এক টুইটার বার্তায় বলেন, ‘ভেনিজুয়েলা জয়ী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময়ই বলেছি, এটাই পথ- নম্রতা, পরিপক্বতা এবং আন্তরিকতা।’ চলতি বছরের শুরুতে বিরোধীদলীয় নেতা লিওপোলদো লোপেজকে ১৩ বছরের জেল দেয়া হয়। সহিংসতায় প্ররোচনার অভিযোগে তাকে এ দণ্ড দেয় আদালত। এদিকে, সমাজতন্ত্রী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টেলিভিশন বার্তায় জানান, তিনি এই পরাজয়কে গ্রহণ করে নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের নীতি-নৈতিকতা অনুসারেই নির্বাচনের এই ফলকে গ্রহণ করেছি এবং আমরা দেশবাসীকে বলতে চাই, এখানে সংবিধান এবং গণতন্ত্রের জয় হয়েছে।’ বিরোধী পক্ষের সমালোচনায় তিনি বলেন, ‘আজ আমরা এক যুদ্ধে পরাজিত হয়েছি। কিন্তু এক নতুন সমাজ গড়ার সংগ্রাম তো মাত্র শুরু হলো। এক প্রতিবিপ্লবী শক্তি জয়ী হয়েছে। যা তার পথ এবং তার যুদ্ধকে উন্মোচিত করেছে।’ ১৯৯৯ সালে শুরু হওয়া ‘শ্যাভেজমো’ আন্দোলনের সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে নির্বাচনে পরাজয়কে আখ্যায়িত করেছেন তিনি। এ পরাজয়কে তার বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে অর্থনৈতিক যুদ্ধের ফল হিসেবে দাবি করেন তিনি।
No comments