ধর্মীয় সম্প্রীতির কথা বললে গর্দান যায় তো যাক : মমতা
‘আমার
কাছে সকলেই সমান’, ‘হিন্দু-মুসলিম-শিখ-ঈসায়ী, মিলেমিশে থাকো ভাই ভাই’- এটা
আমরা সব সময় বলব। এটা বলার জন্য যদি আমার গর্দান চলে যায় যাক, আমি তাকে
পরোয়া করি না।’
বৃহস্পতিবার কোলকাতায় জমিয়তে উলামায়ে হিন্দ-এর এক সমাবেশে বক্তৃতাকালে এ সব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানের সম্প্রীতির কথা বলতে গিয়ে যদি কেউ মনে করে আমার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই লাগাবে, লাগাক। আমাকে জেলে নিয়ে যাবে যাক, মানুষের জেলে থাকব। কী আছে, ভালোই তো হবে। ক’দিন বিশ্রাম পাব।’
তিনি বলেন, ‘আমির খান ভুল বলেছে- কী ঠিক বলেছে এটা তার নিজস্ব অধিকার। একটা কথার পরিপ্রেক্ষিতে সে একটা কথা বলেছে। এটা তার ডেমোক্র্যাটিক রাইট। সে বলতেই পারে। বলা হচ্ছে তুমি দেশ থেকে চলে যাও। যেন মনে হচ্ছে দেশটা ওদের, আমাদের আর নয়। দেশটা সকলের। এটা আমাদের সবার কর্মভূমি, ধর্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি। কারো অধিকার নেই কাউকে বলার যে তুমি পাকিস্তানে চলে যাও। তুমি এখান থেকে বেরিয়ে যাও।’
বিজেপি এবং অন্যান্য হিন্দুত্ববাদীদের নাম উল্লেখ না করে তদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘তোমরা ঠিক করে দেবে কি করব না করব? কি খাব না খাব?’
কথায় কথায় সিবিআই তদন্ত প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাহস থাকা ভাল, তবে অনৈতিক কারণে দুঃসাহস থাকা ভাল নয়।’
মমতা উপস্থিত সংখ্যালঘু মুসলিম জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভাববেন না আপনারা বঞ্চিত, ভাববেন না আপনারা লাঞ্ছিত, ভাববেন না আপনাদের দেখার কেউ নেই, আপনাদের কথা বলার কেউ নেই।’ তিনি বলেন, ‘আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে সমান প্রোটেকশন দেব, নিরাপত্তা দেব, জীবন সমর্পিত করব। এটা তাদের বাঁচার অধিকার। একবার নয়, হাজার বার, লাখো বার বলব।’
সন্ত্রাসবাদ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্ত্রাসীদের কোনো জাত হয় না। সন্ত্রাসীরা সন্ত্রাসীই। হিন্দু সন্ত্রাসবাদী হতে পারে, মুসলিম সন্ত্রাসবাদী হতে পারে, এদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।’
আজ জমিয়তে উলামা হিন্দ-এর রাজ্যের প্রধান নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে আগামী ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তাকে সমর্থন করার ঘোষণা দেন। আজ কোলকাতার জনসভায় মাওলানা সিদ্দিকুল্লাহ ছাড়াও সংগঠনটির বহু বিশিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার কোলকাতায় জমিয়তে উলামায়ে হিন্দ-এর এক সমাবেশে বক্তৃতাকালে এ সব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানের সম্প্রীতির কথা বলতে গিয়ে যদি কেউ মনে করে আমার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই লাগাবে, লাগাক। আমাকে জেলে নিয়ে যাবে যাক, মানুষের জেলে থাকব। কী আছে, ভালোই তো হবে। ক’দিন বিশ্রাম পাব।’
তিনি বলেন, ‘আমির খান ভুল বলেছে- কী ঠিক বলেছে এটা তার নিজস্ব অধিকার। একটা কথার পরিপ্রেক্ষিতে সে একটা কথা বলেছে। এটা তার ডেমোক্র্যাটিক রাইট। সে বলতেই পারে। বলা হচ্ছে তুমি দেশ থেকে চলে যাও। যেন মনে হচ্ছে দেশটা ওদের, আমাদের আর নয়। দেশটা সকলের। এটা আমাদের সবার কর্মভূমি, ধর্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি। কারো অধিকার নেই কাউকে বলার যে তুমি পাকিস্তানে চলে যাও। তুমি এখান থেকে বেরিয়ে যাও।’
বিজেপি এবং অন্যান্য হিন্দুত্ববাদীদের নাম উল্লেখ না করে তদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘তোমরা ঠিক করে দেবে কি করব না করব? কি খাব না খাব?’
কথায় কথায় সিবিআই তদন্ত প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাহস থাকা ভাল, তবে অনৈতিক কারণে দুঃসাহস থাকা ভাল নয়।’
মমতা উপস্থিত সংখ্যালঘু মুসলিম জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভাববেন না আপনারা বঞ্চিত, ভাববেন না আপনারা লাঞ্ছিত, ভাববেন না আপনাদের দেখার কেউ নেই, আপনাদের কথা বলার কেউ নেই।’ তিনি বলেন, ‘আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে সমান প্রোটেকশন দেব, নিরাপত্তা দেব, জীবন সমর্পিত করব। এটা তাদের বাঁচার অধিকার। একবার নয়, হাজার বার, লাখো বার বলব।’
সন্ত্রাসবাদ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্ত্রাসীদের কোনো জাত হয় না। সন্ত্রাসীরা সন্ত্রাসীই। হিন্দু সন্ত্রাসবাদী হতে পারে, মুসলিম সন্ত্রাসবাদী হতে পারে, এদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।’
আজ জমিয়তে উলামা হিন্দ-এর রাজ্যের প্রধান নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে আগামী ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তাকে সমর্থন করার ঘোষণা দেন। আজ কোলকাতার জনসভায় মাওলানা সিদ্দিকুল্লাহ ছাড়াও সংগঠনটির বহু বিশিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
No comments