ফাঁসি বন্ধে শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন ইমরান
বিএনপি
নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ
মুজাহিদকে ক্ষমা করে দিয়ে তাদের ফাঁসি স্থগিতের জন্য বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিলেন পাকিস্তানের সাবেক
ক্রিকেটার ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান।
গত ২২শে নভেম্বর তাদের ফাঁসি কার্যকর করা হয়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া
দেখা দেয় পাকিস্তানে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
থেকে উদ্বেগ জানানো হয়। কিন্তু তার আগেই ২১শে নভেম্বর প্রধানমন্ত্রী
বরাবরে ওই চিঠি লেখেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন,
ডেইলি টাইমস। এতে বলা হয়, ওই চিঠিতে ইমরান খান লিখেছেন- যদি এই ফাঁসি বন্ধ
করা হয় তাহলে তা শুধু এ অঞ্চলের বৃহত্তর স্বার্থের জন্যই ভালো হবে না,
পাশাপাশি তা বিশ্বের শান্তি ও ন্যায়বিচারের জন্য ভালো হবে। ওই চিঠিতে,
যুদ্ধাপরাধের সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ
মুজাহিদের সংশ্লিষ্টতার প্রমাণ সরবরাহ করতে বলা হয় বাংলাদেশকে। সেখানে আরও
বলা হয়েছে, শান্তিকে অগ্রাধিকার দিতে পাকিস্তান ও বাংলাদেশের উচিত একসঙ্গে
কাজ করা।
No comments